“ডোনাল্ড ট্রাম্প, চীনের শি, ভারতের মোদি এসে কিছু করে দিয়ে যাবে না, যা করার আমাদের করতে হবে”: মির্জা ফখরুল

আন্তর্জাতিক শক্তির দিকে তাকিয়ে নয়, নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে নিজেদেরই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। রোববার (১৯ এপ্রিল) রাজধানীতে ‘বাংলাদেশের ক্ষমতায়ন: নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

সভায় ফখরুল বলেন, “ডোনাল্ড ট্রাম্প, চীনের শি জিনপিং, ভারতের নরেন্দ্র মোদি এসে আমাদের জন্য কিছু করে দিয়ে যাবে না। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে। দেশের জনগণকে নিয়েই আমাদের পথ খুঁজে বের করতে হবে।”

তিনি বলেন, “দেশে যে একদলীয় দুঃশাসন চলছে, তা থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা অতীতে গণঅভ্যুত্থানের সময় যেভাবে সবাই এক হয়েছিলাম, সেভাবেই আবারও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

ড. ইউনূসকে ঘিরে আশাবাদ
ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)–এর নেতৃত্বে একটি সংলাপ প্রচেষ্টা চলছে উল্লেখ করে ফখরুল বলেন, “ড. ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি চেষ্টা করছেন। তাকে ধন্যবাদ জানাই। আশা করি তিনি সফল হবেন। তবে আমাদের নিজেদের মধ্যে সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে হবে।”

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে উদ্বেগ
মির্জা ফখরুল আরও বলেন, “সবাই এখন আন্তর্জাতিক শক্তির দিকে নজর দিচ্ছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে বাড়তি ট্যারিফ আরোপ করেছে, তা দেশের জন্য ঝুঁকিপূর্ণ। যদি দ্রুত এই সমস্যার সমাধান না হয়, তাহলে আরও বড় ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ।”

কৃষিকে অগ্রাধিকার দেয়ার তাগিদ
দেশের কৃষি খাতের প্রতি অবহেলা না করে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “কৃষকদের প্রতি আমাদের আরও গুরুত্ব দিতে হবে। যারা মাঠে ঘাটে হাড়ভাঙা পরিশ্রম করছে, তাদের সহযোগিতা করা দরকার। তাহলেই দেশের অর্থনীতি পুনরুদ্ধারের পথে এগোবে।”

সামগ্রিকভাবে বক্তব্যে স্পষ্ট ছিল—জাতীয় সংকট থেকে উত্তরণে ফখরুলের চোখে সমাধান হচ্ছে জাতীয় ঐক্য ও দেশীয় উদ্যোগ। বিদেশি নেতাদের প্রত্যাশা না করে নিজেদের ভিত শক্ত করার দিকেই দৃষ্টি রাখতে বললেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *