মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান দেশ সৌদি আরব (Saudi Arabia)–এ চলমান সুরক্ষা ও অভিবাসন নীতির অংশ হিসেবে গত এক সপ্তাহে দেশজুড়ে গ্রেপ্তার করা হয়েছে ২০ হাজার ৬৮৮ জন অবৈধ প্রবাসীকে। সৌদি প্রেস এজেন্সি (Saudi Press Agency)–এর বরাতে শনিবার (১৯ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, এসব ব্যক্তির বিরুদ্ধে আবাসিক, শ্রম ও সীমান্ত আইনের নানা ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই বিশাল সংখ্যক গ্রেপ্তারকৃতদের মধ্যে ১২ হাজার ৩৭২ জনের বিরুদ্ধে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ৪ হাজার ৭৫০ জনকে ধরা হয়েছে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় এবং ৩ হাজার ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে শ্রম আইনের আওতায়।
এর পাশাপাশি, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে আরও ১ হাজার ২৬৪ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। এদের মধ্যে ৬১ শতাংশই ইথিওপিয়ার নাগরিক, ৩৬ শতাংশ ইয়েমেন থেকে এসেছেন এবং বাকি ৩ শতাংশ বিভিন্ন দেশের। এই পরিসংখ্যান দেশের অভ্যন্তরে অবৈধ অভিবাসীদের বৈচিত্র্য ও বিস্তারের চিত্র তুলে ধরেছে।
শুধু অভ্যন্তরে প্রবেশই নয়, সৌদি আরব থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় আরও ৯৩ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া, দেশটির পরিবহন আইন ভঙ্গের দায়ে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Saudi Ministry of Interior) হুঁশিয়ারি দিয়েছে, কেউ যদি অবৈধ অভিবাসীদের প্রবেশে সাহায্য করে, আশ্রয় দেয় বা তাদের পরিবহন করে, তাহলে তাকে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। সেই সঙ্গে রয়েছে ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অভিযুক্ত ব্যক্তির সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্ত করার আইনি ব্যবস্থা।
অপরাধ প্রতিরোধে জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, মক্কা ও রিয়াদ অঞ্চলে কেউ আইন লঙ্ঘনের তথ্য পেলে ৯১১ নম্বরে, আর অন্যান্য রাজ্য থেকে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করে অভিযোগ জানানোর অনুরোধ জানানো হয়েছে।
এই সাম্প্রতিক অভিযানটি সৌদি সরকারের অভিবাসন আইন বাস্তবায়নের কঠোর মনোভাবের প্রতিচ্ছবি। দেশটির অভ্যন্তরে জননিরাপত্তা নিশ্চিত ও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে আনতে প্রতিনিয়ত নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ।