ঘুষ দাবি, গরু আটকে রাখা এবং একটি ভাইরাল ভিডিও—এই তিনটি ঘটনায় চাপে পড়ে অবশেষে স্ট্যান্ড রিলিজ করা হলো ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে। মাত্র পাঁচ মাস আগে দায়িত্ব নেওয়া এই কর্মকর্তাকে প্রশাসনিক কারণে রংপুরের আরআরএফ-এ বদলি করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (Thakurgaon Police Super Sheikh Zahidul Islam)। তিনি জানান, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম (DIG Aminul Islam, Rangpur) স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই বদলির নির্দেশ আসে।
ঘটনার সূত্রপাত জেলা শহরের সরকারপাড়া এলাকায়। অভিযোগ রয়েছে, সেই এলাকার কয়েকজন বাসিন্দার মোট ১৬টি গরু থানায় আটকে রাখেন ওসি শহিদুর রহমান। পরে তাদের কাছে তিন লাখ টাকা ঘুষ দাবি করা হয়। টাকা না দেওয়ায় দিনের পর দিন আটকেই পড়ে থাকে গরুগুলো। একপর্যায়ে মারা যায় তিনটি গরু। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হলে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী।
এছাড়াও একটি ভিডিওতে দেখা যায়, ওসি শহিদুর রহমানের সঙ্গে এক ভুক্তভোগীর টাকা লেনদেনের দৃশ্য। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে ফেসবুকসহ নানা মাধ্যমে, বাড়তে থাকে জনমনে অসন্তোষ।
ঠাকুরগাঁও পুলিশ সুপার জানান, আদেশ পাওয়ার পর ওসি শহিদুরকে স্ট্যান্ড রিলিজ করে তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শিগগিরই সদর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।
ঘটনাটি প্রশাসনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার ওপর প্রশ্ন তুলেছে বলে মনে করছেন স্থানীয়রা। এ ধরনের ঘটনায় পুলিশের ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।