নির্বাচন যথা সময়ে না দিলে অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে: কর্নেল অলি

যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা না করলে অন্তর্বর্তীকালীন সরকারকেও পালাতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ (Col. Oli Ahmed), যিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এলডিপি কার্যালয়ে গণযোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “যদি যথাসময়ে নির্বাচন ঘোষণা না করা হয়, তবে অন্তর্বর্তী সরকারকেও আওয়ামী লীগের মতো পালাতে হবে।”

তিনি অভিযোগ করেন, এই সরকার সংস্কারের নামে জনগণের সঙ্গে নাটক করছে। রাজনৈতিক দলগুলোর সম্মিলিত ঐকমত্য ছাড়া এই সংস্কার কার্যত এক ধরনের ছলনা বলেই উল্লেখ করেন তিনি।

গণঅভ্যুত্থানে হতাহতের প্রসঙ্গ টেনে কর্নেল অলি বলেন, দেশে আবার অস্থিরতা দেখা দিলে তার দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। জনগণ এখন পরিবর্তন চায় এবং সেটা শান্তিপূর্ণভাবে আনতে হলে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের কাজ ও কথার মধ্যে মিল নেই বলেও অভিযোগ তোলেন কর্নেল অলি। তার ভাষায়, “দেশের অর্থনীতি ও বিনিয়োগের চিত্র নিয়ে সরকার মিথ্যা তথ্য ছড়াচ্ছে। ফাঁকা বুলি আওড়ে তারা বিগত আট মাস ধরে ক্ষমতায় বসে আছে।”

অনুষ্ঠানে উপস্থিত এলডিপির মহাসচিব ড. রিদওয়ান আহমেদ বলেন, “জুলাই আন্দোলনের কৃতিত্ব নিজেদের পকেটে পুরে নেওয়া উপদেষ্টারা এখন বৈষম্যবিরোধী আন্দোলনের নামে দেশকে আরও বৈষম্যের দিকে ঠেলে দিচ্ছে।”

এদিন এলডিপিতে নতুন করে যোগ দেন সাবেক সেনা কর্মকর্তা ড. চৌধুরী হাসান সারওয়ার্দী। তিনি বলেন, “আমি শোষণহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে চাই। এই দেশের মানুষ যেন সত্যিকার অর্থে সুখী হতে পারে, সেই ব্যবস্থাই করব।”

গণযোগদানের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *