জেলা প্রশাসক নিয়োগে বেআইনি হস্তক্ষেপ এবং পাঠ্যপুস্তকের কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগে বিতর্কিত হয়ে উঠেছেন গাজী সালাউদ্দিন তানভীর (Gazi Salauddin Tanvir)। এই অভিযোগের প্রেক্ষিতে তাকে সাময়িকভাবে দল থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizen Party)। একই সঙ্গে পাঠানো হয়েছে কারণ দর্শানোর নোটিশ।
সোমবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানিয়ে বলেন, ১১ মার্চ দৈনিক ইনকিলাবে প্রকাশিত এক প্রতিবেদনে তানভীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। অভিযোগে বলা হয়, তিনি জেলা প্রশাসক নিয়োগের মতো স্পর্শকাতর বিষয়ে অবৈধ হস্তক্ষেপ করেছেন। পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক পাঠ্যবই ছাপার কাগজে কমিশন আদায়ের ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে।
এই অভিযোগকে কেন্দ্র করে এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি সরব হয়েছে। শৃঙ্খলা রক্ষার স্বার্থে তানভীরকে ৭ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন যৌথভাবে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, আগেও দলীয় শৃঙ্খলার বিষয়ে মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল তানভীরকে। সেই সতর্কতা উপেক্ষা করায় কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার পথে অগ্রসর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে দলের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজনীতির অঙ্গনে তানভীর ‘নব্য দরবেশ বাবা কিয়াত’ নামেও পরিচিত। তবে এনসিপি থেকে তার সাময়িক বহিষ্কারের খবরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, এ ঘটনা দলটির অভ্যন্তরীণ জটিলতার ইঙ্গিত বহন করছে।