পাওনা টাকা চাইতে গিয়ে দুই নারী ব্ল্যাকমেইলের ফাঁদে মাছ ব্যবসায়ী , অতঃপর ..

সাতক্ষীরায় পাওনা টাকা চাইতে গিয়ে এক মাছ ব্যবসায়ী ভয়ঙ্কর ব্ল্যাকমেইলের ফাঁদে পড়েছেন। শহরের এক ভাড়া বাসায় ডেকে এনে তাকে মারধর করে অর্থ আদায়ের অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই নারী হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার মুজিবুর রহমানের মেয়ে জোসনা খাতুন (Josna Khatun) (২৬) এবং আশাশুনি উপজেলার গোনাকরকাটি এলাকার বিল্লার হোসেনের মেয়ে মুন্নি (Munni) (২৫)। তারা শহরের একাডেমি মসজিদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ভুক্তভোগী বড়বাজারের মাছ ব্যবসায়ী মিজানুর রহমান (Mizanur Rahman) জানান, এক সময় জোসনা তার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। সেই সূত্রেই তাদের মধ্যে পরিচয় হয় এবং সময়-সুযোগে তিনি তার কাছ থেকে বাকিতে মাছ নিতেন। রোববার বিকেলে ১ হাজার ৩০০ টাকা পরিশোধের কথা বলে জোসনা তাকে বাসায় ডেকে নেন।

মিজান বলেন, “বিকেল সাড়ে পাঁচটার দিকে আমি একাডেমি মসজিদের পাশে তাদের বাসায় গেলে, জোসনা বসতে বলেন। বসার মিনিট দুয়েকের মধ্যেই ৮-১০ জন যুবক ঘরে ঢুকে আমাকে মারধর শুরু করে। তারপর হাত বেঁধে ২ লাখ টাকা দাবি করে।” পরে অনেক অনুরোধে তারা ৩৫ হাজার টাকায় রাজি হয়। ব্যবসায়ী মিজান শালক নুরুর মাধ্যমে সেই টাকা পাঠান, এরপর তারা তাকে ছেড়ে দেয়।

ঘটনার পরপরই মিজান সদর থানায় অভিযোগ করেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ জোসনা ও মুন্নিকে আটক করে।

মিজান আরও বলেন, “এই দুই নারী একটি চক্রের সদস্য। তারা সাধারণ মানুষকে ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা আদায় করে। আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক (Shaminul Haque) জানান, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুই নারীকে আটক করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।”

স্থানীয়দের অনেকে মনে করছেন, এটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এ ধরনের ব্ল্যাকমেইলিং চক্র শহরে বেশ সক্রিয়। ভুক্তভোগী যেভাবে সাহস করে অভিযোগ করেছেন, তাতে অনেকেই আশান্বিত—তদন্তের মাধ্যমে চক্রটির অন্য সদস্যদেরও আইনের আওতায় আনা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *