পারভেজ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা মাহাথির সহ গ্রেপ্তার আরও দুই আসামি

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে গ্রেপ্তারি অভিযান আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এবার চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেপ্তার করা হয়েছে মামলার এজাহারনামীয় তৃতীয় আসামি মো. মাহাথির হাসান (Mohammad Mahathir Hasan)। মাত্র ২০ বছর বয়সী মাহাথির কাপাসিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগ-এর সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।

ডিএমপির বনানী থানা পুলিশের সহযোগিতায় হালিশহর থানা পুলিশ বুধবার (২৩ এপ্রিল) সকালে তাকে গ্রেপ্তার করে। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

এই একই দিনে র‍্যাব-১ ও র‍্যাব-১৩ যৌথভাবে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে মামলার প্রধান আসামি মেহরাজ ইসলাম (Mehraj Islam)-কে। র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মুত্তাজুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর মেহরাজকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) গ্রেপ্তার করা হয় আরও এক গুরুত্বপূর্ণ আসামি—হৃদয় মিয়াজী (Hriday Miyazi)-কে। তিনি ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর বনানী থানার কমিটির যুগ্ম সদস্যসচিব এবং তিতাস উপজেলার দুর্লব্দী গ্রামের বাসিন্দা। তার ১০ দিনের রিমান্ড চেয়ে করা আবেদনের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ২০ এপ্রিল রাতভর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ—তারা হলেন, আল কামাল শেখ, আলভী হোসান জুনায়েদ ও আল আমিন সানি। গত ২১ এপ্রিল তাদেরও সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এই নিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো পারভেজ হত্যা মামলায়। ঘটনায় জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এখনও অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ১৯ এপ্রিল বিকেলে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি (Primeasia University)-র ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বনানীতে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে ছুরিকাঘাতে নিহত হন জাহিদুল ইসলাম পারভেজ। পরদিন ২০ এপ্রিল তার ফুফাতো ভাই হুমায়ুন কবির বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজাহারনামীয় আটজন এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *