এবার মাঠে আসছে ইলিয়াস কাঞ্চনের রাজনৈতিক দল ‘জনতার পার্টি বাংলাদেশ’

চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের অগ্রণী মুখ ইলিয়াস কাঞ্চন (Ilias Kanchan) আনুষ্ঠানিকভাবে রাজনীতির ময়দানে পা রাখতে যাচ্ছেন। আগামী ২৫ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে তিনি তার নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।

সূত্র জানায়, কাঞ্চনের গঠিত নতুন দলের নাম হতে যাচ্ছে ‘জনতার পার্টি বাংলাদেশ’। বিষয়টি নিশ্চিত করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) (Nirapad Sarak Chai – NISCHA) এর ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ।

১৯৯৩ সালে এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যু ইলিয়াস কাঞ্চনের জীবন ও চিন্তার মোড় ঘুরিয়ে দেয়। সেই শোককে শক্তিতে পরিণত করে তিনি গড়ে তোলেন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন—নিরাপদ সড়ক চাই। এ আন্দোলনের মাধ্যমে তিনি বছরের পর বছর ধরে সড়ক নিরাপত্তা নিয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন।

চলচ্চিত্রে তার উজ্জ্বল ক্যারিয়ার সত্ত্বেও ইলিয়াস কাঞ্চন বরাবরই সামাজিক দায়িত্ব পালনে ছিলেন সচেতন। বারবার বিভিন্ন রাজনৈতিক দল তার প্রতি আগ্রহ দেখালেও তিনি এতদিন প্রত্যক্ষ রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছিলেন। তবে এবার আর পিছিয়ে থাকছেন না। নিজস্ব রাজনৈতিক দল গঠন করে প্রত্যক্ষ রাজনীতিতে অংশ নিচ্ছেন এই গুণী অভিনেতা।

অনুষ্ঠানে তার দলের লক্ষ্য, উদ্দেশ্য ও রাজনৈতিক দর্শন সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ইলিয়াস কাঞ্চনের এই নতুন উদ্যোগ দেশের রাজনৈতিক অঙ্গনে ভিন্ন এক মাত্রা যোগ করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *