আসিফের বাবার নামে ঠিকাদারী লাইসেন্স ইস্যু , ধরা খেয়ে যা বললেন আসিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (Asif Mahmud Sajib Bhuiyan)-এর পিতা বিল্লাল হোসেন (Billal Hossain) সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) একটি ঠিকাদারি তালিকাভুক্তির লাইসেন্স পেয়েছেন—যা ঘিরে উঠেছে প্রশ্ন।

তথ্যানুসন্ধানমূলক সাংবাদিক জুলকারনাইন সায়ের (Zulkarnain Saer) ফেসবুকে প্রকাশিত এক পোস্টে জানান, তাঁর হাতে আসা লাইসেন্স কপিতে দেখা যায়, কুমিল্লার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গত ১৬ মার্চ এই লাইসেন্স ইস্যু করেন।

এ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করলে তিনি শুরুতে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। পরে সময় নিয়ে যাচাই করে বলেন, “লাইসেন্সটি সঠিক, তবে এটি আমার জ্ঞাতসারে করা হয়নি।”

তিনি দাবি করেন, তাঁর পিতা, একজন শিক্ষক, স্থানীয় এক ঠিকাদারের প্ররোচনায় এই লাইসেন্স গ্রহণ করেন। আসিফ মাহমুদের ভাষ্য, “এই লাইসেন্স ব্যবহার করে এখন পর্যন্ত কোনো ধরনের কাজ করা হয়নি।”

তবে ঘটনাটি সামনে আসায় স্থানীয় ঠিকাদারি কার্যক্রমে প্রভাবশালী ব্যক্তিদের পরিবারকে জড়িয়ে থাকার বিষয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষত, একজন সরকারি উপদেষ্টার ঘনিষ্ঠ আত্মীয়ের ঠিকাদারি লাইসেন্স প্রাপ্তি নিয়ে উঠেছে স্বার্থসংঘাত ও প্রভাব খাটানোর সম্ভাবনার প্রশ্ন।

এই ঘটনার মাধ্যমে একদিকে সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও অন্যদিকে রাজনৈতিক পরিবারের সদস্যদের ভূমিকা নিয়ে আবারো বিতর্ক উসকে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *