নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক দল কী বলল, সেটা দেখার বিষয় নয়: প্রেস সচিব সফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম (Safiqul Alam) জানিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সময়ে চলবে সংস্কার কার্যক্রমও। শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় রোমের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা একাধিকবার পরিষ্কার ভাষায় বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে।” নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো কী বলছে, সেটি সরকারের দেখার বিষয় নয় বলেও মন্তব্য করেন সফিকুল।

সফিকুল আলম জানান, সংস্কার কার্যক্রম এবং জুলাই চার্টার সম্পন্ন হলেই নির্বাচনের নির্ধারিত তারিখ ঘোষণা করা হবে। “সরকার অত্যন্ত সজাগ রয়েছে। অপ্রয়োজনীয় কারণে আমরা একদিনও দেরি করব না,” বলেন তিনি।

এসময় এক প্রশ্নে জনগণ অন্তর্বর্তী সরকারের মেয়াদ পাঁচ বছর দেখতে চায় কি না জানতে চাইলে প্রেস সচিব বলেন, “জনগণ চাইতেই পারে। তবে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।”

রোম সফর ও পোপের শেষকৃত্যে অংশগ্রহণ
প্রেস সচিব সফিকুল আলম আরও জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) সরাসরি দোহা থেকে রোমে এসে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নেন এবং তাকে শেষ শ্রদ্ধা জানান। পোপের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে এ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “বিশ্বের অন্তত ১৩০টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা পোপের শেষকৃত্যে অংশ নিয়েছিলেন।”

বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা নিয়ে রাষ্ট্রদূতের মন্তব্য
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রফিকুল হক (ATM Rafiqul Haque)। তিনি বলেন, ভ্যাটিকানের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের স্পষ্ট প্রতিফলন ঘটেছে এই সফরের মাধ্যমে।
রাষ্ট্রদূত আরও জানান, ইতালিতে বাংলাদেশি উদ্যোক্তাদের মাধ্যমে গার্মেন্টস খাতে বিশাল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে শতাধিক বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে এবং সিরামিকসহ অন্যান্য পণ্যও বাংলাদেশ থেকে ইতালিতে রপ্তানি হচ্ছে, ফলে বাংলাদেশের বাজার বিস্তৃত হচ্ছে।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম এবং রোম দূতাবাসের একাধিক কর্মকর্তা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *