দেশের ১৩তম সিটি করপোরেশন হচ্ছে বগুড়া, জারি হলো গণবিজ্ঞপ্তি

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে বগুড়া (Bogra)। বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা (Hosna Afroza) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগ, সিটি করপোরেশন-২ শাখার ১০ এপ্রিলের স্মারক অনুযায়ী স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা ২০১০-এর বিধি-৫-এর উপবিধি (২) অনুসারে, বিদ্যমান বগুড়া পৌর এলাকার নির্দিষ্ট মৌজাগুলোকে অন্তর্ভুক্ত করে ‘বগুড়া সিটি করপোরেশন’ গঠন করা হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেউ যদি এ বিষয়ে কোনো মতামত বা আপত্তি দিতে চান, তাহলে গণবিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে তা লিখিতভাবে জমা দিতে হবে। সময়সীমার বাইরে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, “মতামত বা আপত্তি জমা পড়লে ১৫ দিনের মধ্যে তা নিষ্পত্তি করা হবে। এরপর স্থানীয় সরকার বিভাগে প্রতিবেদন আকারে পাঠানো হবে। স্থানীয় সরকার বিভাগ যাচাই-বাছাই ও আইনগত বিষয় বিবেচনার পর চূড়ান্তভাবে বগুড়া সিটি করপোরেশন গঠনের জন্য অধ্যাদেশ জারি করবে।”

বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা ১৯৮১ সালে প্রথম শ্রেণির মর্যাদা লাভ করে। ২০০০ সালে এর আয়তন ছিল ১৪.৭৬ বর্গকিলোমিটার, যা ২০০৪ সালে বেড়ে দাঁড়ায় ৬৯.৫৬ বর্গকিলোমিটারে। বর্তমানে পৌরসভাটি ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং জনসংখ্যা প্রায় ১০ লাখের কাছাকাছি।

উল্লেখ্য, বহু বছর ধরেই উন্নয়নের স্বার্থে বগুড়াবাসী সিটি করপোরেশন গঠনের দাবি জানিয়ে আসছিলেন। জনগণের সেই দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে জেলা প্রশাসক হোসনা আফরোজা চলতি বছরের ফেব্রুয়ারিতে জেলা প্রশাসক সম্মেলনে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে সরকারের নীতিনির্ধারকরা সম্মতি দিলে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়।

বগুড়া এখন দেশের বৃহৎ ও গুরুত্বপূর্ণ নগরীগুলোর কাতারে যোগ দেয়ার দ্বারপ্রান্তে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *