নারী সংস্কার কমিশন প্রত্যাখ্যান করলেন জামায়াত আমির, বাধ্য করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নারী সংস্কার কমিশনকে জাতির চিন্তা-চেতনা, তাহজিব-তমদ্দুন এবং আল্লাহর বিধানের পরিপন্থী উল্লেখ করে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami) আমির ডা. শফিকুর রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত সেমিনারে তিনি স্পষ্ট জানান, বাধ্য করা হলে আন্দোলনে নামার বিকল্প থাকবে না।

বুধবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত এই সেমিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (Mufti Syed Muhammad Rezaul Karim), বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক (Maulana Mamunul Haque) সহ প্রায় সব ইসলামি দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “এই নারী কমিশন সমাজের অবক্ষয়কে ত্বরান্বিত করার জন্য প্রস্তাব এনেছে। আমরা এ কমিশন মানি না। যদি নারীদের অধিকার প্রশ্নে কোনো উদ্যোগ গ্রহণ করতে হয়, তবে তা দেশের ঈমানদার জনতার মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। দুঃখজনকভাবে, এই কমিশনে তেমন কোনো প্রতিনিধি রাখা হয়নি। সাফ জানিয়ে দিচ্ছি—এটি আমরা মানব না। তবে আমাদের বাধ্য করা হলে আন্দোলনের রাস্তায় নামবো।”

তিনি আরো প্রশ্ন রাখেন, নারী সংস্কার কমিশন কীভাবে কোরআনের বিপরীতে রিপোর্ট দেয়ার সাহস পেল। তার দাবি, ‘এর পেছনে ষড়যন্ত্র রয়েছে, কারণ স্বাধীনতার ৫৪ বছরে জনগণ যা চেয়েছে, তার উল্টোটা পেয়েছে। এখন মানুষ দ্বীনের প্রতি ফিরে আসছে এবং এই ঘুম ভাঙার সময়েই কমিশনের এই ষড়যন্ত্রমূলক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তবে এটি টিকবে না, ধ্বংস হয়ে যাবে।’

সেমিনারে জামায়াতের পক্ষ থেকে পূর্ণ সংহতি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা একসঙ্গে সমাজ ও দ্বীনের কল্যাণে কাজ করবো। ষড়যন্ত্রকারীদের আর মাথায় বসতে দেবো না। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের, কোরআনের বাংলাদেশ।”

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, “দেশকে নাস্তিক রাষ্ট্রে পরিণত করার হীন চক্রান্ত এদেশের ঈমানদার জনগণ কখনো বাস্তবায়ন হতে দেবে না। আজকের সেমিনারের প্রধান বার্তাই হলো—যারা ষড়যন্ত্র করে তারা সফল হবে না।”

নারী সংস্কার কমিশন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মুফতি রেজাউল করিম বলেন, “৫৩ বছরেও যারা তাদের চক্রান্ত বাস্তবায়ন করতে পারেনি, তারা আজও পারবে না। অন্তর্বর্তী সরকারও এ কাজ সফল করতে পারবে না।”

বাংলাদেশ খেলাফত মজলিস (Bangladesh Khelafat Majlish) নেতা মাওলানা মামুনুল হক অভিযোগ করে বলেন, “পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে নারী সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়েছে। বাস্তবায়ন করতে চাইলে আমাদের লাশের ওপর দিয়েই করতে হবে।”

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নূরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে আরো বক্তব্য দেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *