বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে চীন (China)। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন (Yao Wen) বুধবার অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-র সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান।
সাক্ষাতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব জানান, সরকার বর্তমানে দেশের সকল সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী এবং চীনের কারিগরি ও আর্থিক সহায়তায় এ লক্ষ্যে প্রকল্প গ্রহণে আগ্রহী। তিনি বলেন, “পরিবেশবান্ধব উন্নয়নের জন্য বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি এখন সময়ের দাবি।”
রাষ্ট্রদূত ওয়াও ওয়েন জানান, চীন বাংলাদেশের সিটি কর্পোরেশন এলাকাগুলোতে ধাপে ধাপে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। এর মাধ্যমে কেবলমাত্র জ্বালানির চাহিদা পূরণ নয়, বরং নগর ব্যবস্থাপনারও একটি কার্যকর মডেল গড়ে উঠবে বলেও মত দেন তিনি।
অন্যদিকে, দেশের ক্রীড়া খাতের অগ্রগতি নিয়েও আলোচনা হয় বৈঠকে। উপদেষ্টা জানান, বাংলাদেশে বর্তমানে ৫৫টি ক্রীড়া ফেডারেশন রয়েছে, যেগুলোর মধ্যে অনেকগুলোতে আন্তর্জাতিক মানে উন্নয়নের বিশাল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অলিম্পিক মানের কোচিং, খেলোয়াড় প্রশিক্ষণ এবং ক্রীড়াবান্ধব অবকাঠামো গড়তে চীনের সহায়তা প্রয়োজন।
ওয়াও ওয়েন এ সময় বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের অংশ হিসেবে চীন বাংলাদেশের নারী ফুটবল দলের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করতে চায়। এছাড়া, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে চীনে আমন্ত্রণ জানানোর আগ্রহ প্রকাশ করেন তিনি। চীনে উন্নত প্রশিক্ষণ সুবিধা গ্রহণের জন্য বাংলাদেশের খেলোয়াড় ও কোচদের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত।
আসিফ মাহমুদ বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক ও উন্নয়ন সহযোগী। তিনি স্মরণ করিয়ে দেন, বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীন বাংলাদেশকে ১ হাজার শয্যার হাসপাতাল উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা জনসাধারণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
সম্প্রতি বাংলাদেশ ও চীন যৌথভাবে যে ড্রোন শো আয়োজন করেছিল, তা লক্ষাধিক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে বলেও জানান উপদেষ্টা। সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়ের এই ধারাবাহিকতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকের শেষপ্রান্তে, চীনা রাষ্ট্রদূত উপদেষ্টাকে চীনের আধুনিক স্পোর্টস ভিলেজ পরিদর্শনের আমন্ত্রণ জানান, যেখানে বিশ্বমানের ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা রয়েছে।