শ্রমিকদের অনুরোধে মে দিবসের সমাবেশে গান গাইলেন বেবী নাজনীন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন (Baby Naznin) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রমিকদের অনুরোধে গান গেয়ে মঞ্চ মাতালেন। বৃহস্পতিবার বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয়তাবাদী সড়ক পরিবহণ শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

বক্তব্যের ফাঁকে শ্রমিক ও উপস্থিত শ্রোতাদের আবেগময় অনুরোধে সাড়া দিয়ে বেবী নাজনীন পরিবেশন করেন দুটি গান— “ছোট্টদের বড়দের সকলের, আমার দেশ সব মানুষের” এবং “মুই না শোনোং না শোনোং তোর বৈদেশিয়ার কথা রে”। তার কণ্ঠে গান শুনে মুগ্ধ শ্রোতারা হাততালির মাধ্যমে সাড়া দেন, কেউ কেউ গলা মিলিয়ে গায়েও ওঠেন। মুহূর্তেই অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ উপজেলা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক দেলওয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য শওকত চৌধুরী (Shawkat Chowdhury), সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার (Shaheen Akhtar) এবং জেলা বিএনপির সদস্য মাসুদ রানা পাটোয়ারী।

আলোচনা সভা শেষে বেবী নাজনীন-এর নেতৃত্বে শ্রমিকদের এক বিশাল র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রাণবন্ত এই র‌্যালিতে ছিল শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ব্যানার, স্লোগান ও গান।

এদিকে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পৃথকভাবে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে শ্রমিক কল্যাণ ফেডারেশন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়ন। প্রতিটি আয়োজনে ছিল শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিয়ে সরব আলোচনা ও প্রতিবাদী সুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *