“যদি কিন্তু অথবা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে”—এই বার্তা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) (National Citizen Party) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
হাসনাত লেখেন, “গণহত্যাকারী আওয়ামী লীগকে কোনো যদি, কিন্তু, অথবা ছাড়াই নিষিদ্ধ করতে হবে। আজ বিকেল ৩টায় বায়তুল মোকাররম (Baitul Mukarram)-এর দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।”
পোস্টে সাধারণ জনগণকে সরাসরি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আজকের সমাবেশে উপস্থিত হয়ে আওয়ামী সন্ত্রাস ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান।”
এর আগে বৃহস্পতিবার (১ মে) আরেকটি ফেসবুক পোস্টে হাসনাত বলেন, “চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। এর পেছনে ভারতের আধিপত্যবাদী চক্রান্ত দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল।”
তিনি প্রশ্ন তোলেন, “চিন্ময়ের জামিনও কি সেই বিদেশি চাপের মুখে নতি স্বীকার করেই দেওয়া হলো?” উল্লেখ্য, সাম্প্রতিক সময়ের আলোচিত আলিফ হত্যা ও চিন্ময় জামিন ইস্যু নিয়ে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে।
আন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে কঠোর হুঁশিয়ারি দিয়ে হাসনাত বলেন, “ইন্টেরিম সাবধান! আলিফের রক্তের ওপর দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে এর পরিণতি ভালো হবে না।”
হাসনাতের বক্তব্য ও বিক্ষোভের ডাক রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন তৈরি করেছে। আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী’ আখ্যা দিয়ে প্রকাশ্য সমাবেশে নিষিদ্ধের দাবি তোলার ঘটনা বিরোধী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।