দেশের প্রখ্যাত আলেম, কওমি মাদরাসা শিক্ষার সংস্কার আন্দোলনের অন্যতম অগ্রদূত, আল্লামা সুলতান যওক নদভী (Allama Sultan Zauq Nadvi) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ।
তার ইন্তেকালের খবর নিশ্চিত করেছেন জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার শিক্ষক মাওলানা এনামুল হক মাদানি। তিনি জানান, গত ১৮ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে বেশ কয়েকবার তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই শনিবার রাত ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
আল্লামা সুলতান যওক নদভী ছিলেন চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক। একই সঙ্গে তিনি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ (Hefazat-e-Islam Bangladesh) এর সর্বশেষ ঘোষিত কমিটির প্রধান উপদেষ্টা। এছাড়াও কওমি শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (Anjuman Ittehadul Madaris Bangladesh)-এর সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। আন্তর্জাতিক পরিসরে তিনি ছিলেন সৌদি আরবভিত্তিক সাহিত্য সংগঠন ইন্টারন্যাশনাল লিগ অব ইসলামিক লিটারেচার (International League of Islamic Literature)-এর বাংলাদেশ ব্যুরো চিফ।
তাঁর ইন্তেকালের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকপ্রকাশ করেন বহু অনুসারী ও শ্রদ্ধাভাজন ব্যক্তি। উপদেষ্টা মাহফুজ তার ফেসবুক পোস্টে লেখেন, “আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকাল একটি যুগের অবসান। আমাদের কৈশোর ও তারুণ্যে আরবি ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহ তৈরিতে আবুল হাসান আলী নদভীর পাশাপাশি তিনিও ছিলেন অনুকরণীয়। তিনি ‘আলি মিয়া’ থেকে জ্ঞানের স্বাদ পেয়েছিলেন এবং তা সফলভাবে এদেশে বিতরণ করেছেন।”
তিনি আরও লেখেন, “আমরা বাংলাদেশে বহুভাষিকতা ও বহু-সংস্কৃতির সমাজ গড়ার স্বপ্ন দেখি। বঙ্গীয় বদ্বীপে যেন দায়বদ্ধতা ও সহমর্মিতার সমাজ গড়ে উঠে। আলেমগণ যেন সুলতান যওক নদভীর মতোই বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদার আসনে নিয়ে যেতে পারেন।”
আল্লামা সুলতান যওক নদভী শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন একাধারে একজন সাহিত্যিক, শিক্ষাবিদ এবং ভাষা ও সংস্কৃতির সেতুবন্ধন রচনার কারিগর। তাঁর মৃত্যুতে বাংলাদেশ হারালো একজন বহুমাত্রিক বুদ্ধিজীবীকে, যিনি চিন্তা, জ্ঞান ও সংস্কৃতির আলো ছড়িয়ে গেছেন সমাজজুড়ে।