এবার আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইলেন ফরহাদ মজহার

আওয়ামী লীগকে দলগতভাবে ফ্যাসিস্ট বলা যায়, তবে দলের প্রতিটি সদস্যকে একইভাবে বিচার করা অনুচিত—এমন মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক, চিন্তাবিদ ও সাংবাদিক ফরহাদ মজহার (Farhad Mazhar)। শুক্রবার বগুড়া প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় তিনি বলেন, রাজনৈতিক বিভেদ ভুলে গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে পরস্পরের মধ্যে বোঝাপড়া বাড়ানো এখন সময়ের দাবি।

সভায় ফরহাদ মজহার বলেন, “একটি দল ফ্যাসিস্ট হতে পারে, কিন্তু সেই দলের সব সদস্যই খারাপ—এমনটা বলা ঠিক নয়। আওয়ামী লীগকে আইনি কাঠামোর ভেতরে রেখে আলোচনার মাধ্যমে পথ খোঁজা উচিত।” তবে তিনি এক পর্যায়ে বলেন, “আইন করে দলটি নিষিদ্ধ করার পথও উন্মুক্ত রয়েছে, যদি পরিস্থিতি সে দিকেই যায়।”

তিনি আরও বলেন, “দেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের অভিপ্রায় স্পষ্টভাবে চিহ্নিত করা। জনগণের কাছে আবার ক্ষমতা ফিরিয়ে দিতে হবে—ঠিক যেমন আবু সাঈদ ও মুগ্ধরা যে স্বপ্নে জীবন দিয়েছেন।”

সরকারের বর্তমান অবস্থানের সমালোচনা করে ফরহাদ মজহার বলেন, “রাষ্ট্র গঠনের আগে জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে একটি সংবিধান গড়ে তোলাই ছিল উচিত। প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে উপেক্ষা করে কেন্দ্রীয় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কখনোই গণতন্ত্রের চেতনার সঙ্গে যায় না।”

তিনি গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, রাজনৈতিক দলের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব ও বিভাজন দেশের জন্য বিপজ্জনক হতে পারে। তবে সমাধানের পথও রয়েছে—তা হলো বোঝাপড়ার রাজনীতি, জনভিত্তিক সিদ্ধান্ত এবং ন্যায়ের পক্ষে সংহতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *