জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না (Abdul Monayem Munna) শুক্রবার অনুষ্ঠিত এনসিপি (NCP) এর জনসভা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। শনিবার খুলনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, “ওই সমাবেশে মোট এক হাজারের মতো লোক ছিল। এর মধ্যে অর্ধেকই ছিল ভাড়া করা ভদ্রমহিলা। যাঁরা নিজেদের মেধাবী ও তারুণ্যদীপ্ত বলে দাবি করেন, তাঁদের এই জমায়েত দেখে কোথায় তারুণ্য বোঝা গেল?”
তিনি আরও বলেন, “রেলওয়ের সংস্কারে যেসব ছাত্র প্রতিনিধি যুক্ত হয়েছে, তারা দায়িত্ব পাওয়ার পর থেকেই বন্ধু-বান্ধব নিয়ে ট্রেন ভ্রমণে বেরিয়েছে। গোটা বিষয়টি যেন একটা পিকনিকে পরিণত হয়েছে।”
মোনায়েম মুন্না দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বলেন, “একাত্তরে যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, আজ তারাই নানা আস্ফালন করছে। কাউকে ক্ষমা করছে, কাউকে আদরে টেনে নিচ্ছে। সকালে এক কথা বলছে, বিকেলে আরেকটা। এই দ্বিচারিতা দেশের জনগণ লক্ষ্য করছে।”
বিএনপির অতীত শাসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিএনপি একাধিকবার ক্ষমতায় ছিল এবং দেশ পরিচালনার অভিজ্ঞতা রাখে। দেশকে এগিয়ে নিতে বিএনপিই সবচেয়ে উপযুক্ত রাজনৈতিক শক্তি—বাংলাদেশের মানুষ এই বিশ্বাস করে।”
এই বক্তব্যের পেছনে ছিল খুলনায় আয়োজিত একটি যৌথ সভা, যার মূল প্রতিপাদ্য ছিল—‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা’। আগামী ১৬ মে এই শীর্ষক সেমিনারকে সামনে রেখে সভাটির আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত (Anindya Islam Amit)। সভা পরিচালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
উক্ত সভায় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন (Nurul Islam Nayan), স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী (S M Jilani), সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।