‘পালিয়ে যাওয়া’ আওয়ামী নেতাদের সম্পত্তি বিক্রির উদ্যোগ—শ্রম উপদেষ্টার বিস্ফোরক অভিযোগ

দেশের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধে ‘পলাতক’ আওয়ামী লীগ নেতাদের বাড়ি-গাড়ি-জমি বিক্রি করা হবে—এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন (Brigadier General (Retd.) Dr. M Sakhawat Hossain)। শনিবার ‘ডিবেট ফর ডেমোক্রেসি’-এর আয়োজনে এক ছায়া সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “শ্রমিকের ন্যায্য পাওনা না মিটিয়ে অনেক মন্ত্রী-এমপি দেশ ছেড়ে পালিয়েছেন বা আত্মগোপনে আছেন।”

তিনি জানান, যেসব সাবেক ক্ষমতাসীনরা শ্রমিকদের বেতন ফাঁকি দিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন, তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোল (Interpol) রেড অ্যালার্ট জারির প্রক্রিয়া শুরু হয়েছে। সেই সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পদ বাজেয়াপ্ত করে শ্রমিকদের বকেয়া মেটানোর ব্যবস্থা নিচ্ছে সরকার।

‘আমার শ্রমিককে আমি দেখব—এই দৃষ্টিভঙ্গি মালিকদের মধ্যে গড়ে ওঠেনি,’ উল্লেখ করে এম সাখাওয়াত বলেন, “আমরা শ্রমিকদের পাশে আছি, আবার মালিকদের দায়িত্ব থেকেও সরে আসছি না। তবে একপাক্ষিক নীতি নয়—দুই পক্ষকেই দেখতে হবে।”

শিল্প খাতে বর্তমান সংকটের পেছনে অতীতের ‘দুর্বৃত্তায়ন’কে দায়ী করে তিনি বলেন, “যিনি কারখানার মালিক, তিনি একইসাথে রাজনৈতিক নেতা ও সংসদ সদস্য—এভাবেই শাসনের আড়ালে শোষণ চলেছে। রানাপ্লাজার মতো দুর্ঘটনা সরকারি অবহেলারই ফল।”

উপদেষ্টা মনে করেন, জুলাই বিপ্লবেও শ্রমজীবী মানুষের বৃহৎ অংশগ্রহণ ও প্রাণহানির পেছনে ছিল সরকারের প্রতি দীর্ঘদিনের ক্ষোভ। “সরকার শ্রমিকদের কথাও শোনেনি, মালিকদেরও লাগাম টানেনি।”

মহান মে দিবস-২০২৫ উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি-এর আয়োজনে ‘শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশী’ শীর্ষক ছায়া সংসদে বিজয়ী হয় তেজগাঁও কলেজ। তারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পরাজিত করে ট্রফি, ক্রেস্ট, সনদপত্র এবং ৫০ হাজার টাকার পুরস্কার জিতে নেয়। রানারআপ দলকে দেয়া হয় ৩০ হাজার টাকা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান, এবং সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *