চট্টগ্রামের লোহাগাড়ায় ভাড়ায় চালিত একটি যাত্রীবাহী কার থেকে ৩১ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার হয়েছেন তিনজন, যার মধ্যে রয়েছেন উখিয়ার রাজাপালংয়ের মোহাম্মদ মোদ্দাছির—যিনি ছাত্রশিবিরের সাবেক নেতা এবং বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।
শনিবার (৩ মে) বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনরেঞ্জের সামনে এই অভিযান চালায় লোহাগাড়া থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি থামিয়ে যাত্রীদের তল্লাশি চালায়। এসময় গাড়িতে থাকা তিনজন যাত্রীর কাছ থেকে ৫০০ টাকার ৩৬টি এবং ১,০০০ টাকার ১৩টি জাল নোট—মোট ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের নলবুনিয়া পাড়া এলাকার মৃত শওকত আলীর ছেলে মোহাম্মদ মোদ্দাছির (২৫), তার বোন খাদিজা বেগম (১৭) এবং রোহিঙ্গা নারী হালিমা আক্তার (১৮), যিনি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ছলিম উল্লাহর মেয়ে।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল আলম খান বলেন, “আমরা আগে থেকেই তথ্য পেয়েছিলাম যে রোহিঙ্গা ক্যাম্প থেকে জাল টাকা পাচার হচ্ছে। সেই সূত্রে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, জাল নোটগুলো উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল।”
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার মোদ্দাছির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। একসময় তিনি উখিয়া উপজেলা শাখার ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ছিলেন, তবে ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে তাকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে তিনি কোনো সাংগঠনিক দায়িত্বে নেই।
তাদের বিরুদ্ধে জাল নোট পরিবহনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার সকালে তিনজনকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।