নারী বিষয়ক সংস্কার কমিশনের (Women’s Reform Commission) সুপারিশ নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। কমিশনের সুপারিশসমূহের বৈধতা চ্যালেঞ্জ করে এবং বিতর্কিত অধ্যায়সমূহ পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী। রোববার সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালত সূত্র।
রিট আবেদনে বলা হয়েছে, ‘উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট ২০২৫’ (Women Reform Commission Report 2025) এর তিন, চার, ছয়, দশ, এগারো ও বারো নম্বর অধ্যায়ে যেসব সুপারিশ করা হয়েছে, তা ইসলামী শরিয়ত, দেশের জনগণের ধর্মীয় অনুভূতি এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। রিটকারীর দাবি, এসব সুপারিশ বাস্তবায়ন হলে ধর্মীয় ও সামাজিক ভারসাম্যে মারাত্মক আঘাত আসতে পারে।
প্রতিবেদনটিতে পুরুষ ও নারীর সমান উত্তরাধিকারের দাবি, বহুবিবাহ নিষিদ্ধকরণ, যৌনকর্মকে পেশাগত স্বীকৃতি দেয়ার মতো প্রস্তাব রয়েছে—যা ইসলামি মূল্যবোধ ও প্রচলিত সামাজিক রীতির সাথে সরাসরি সাংঘর্ষিক বলে অভিযোগ করা হয়েছে।
রওশন আলী তার আবেদনে আরও উল্লেখ করেছেন, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন স্থগিত রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে, যাতে কোনো পক্ষ আগেভাগে সিদ্ধান্ত কার্যকর করতে না পারে।
সংশ্লিষ্ট আইনজীবীরা মনে করছেন, এই রিটের শুনানি এবং পরবর্তী আদেশ নারী অধিকার বনাম ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের চিরাচরিত দ্বন্দ্বের নতুন পর্বের সূচনা করতে পারে।