মানবিক কোরিডোর নিয়ে কোনো আলোচনা বা চুক্তি হয়নি: নিরাপত্তা উপদেষ্টা

রোহিঙ্গা সংকট ঘিরে নতুন করে আলোচনায় আসা ‘মানবিক করিডোর’ ইস্যুতে সাফ কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, এ বিষয়ে কোনো আলোচনা বা চুক্তি হয়নি। রোববার (৪ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

খলিলুর রহমান বলেন, “রোহিঙ্গাদের একত্রিকরণ নয়, বরং টেকসই সমাধান হচ্ছে প্রত্যাবাসন। মানবিক করিডোর বিষয়ে সরকার কোনো রকমের চুক্তিতে যায়নি।”

এ সময় তিনি বলেন, “বাংলাদেশ যখন চীন (China) ও যুক্তরাষ্ট্র (United States)-এর সঙ্গে সম্পর্ক জোরদার করছে, তখনই ভারত (India) নানা প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে।” তাঁর এই বক্তব্য আঞ্চলিক ভূরাজনীতিতে ক্রমবর্ধমান চাপ ও বিভ্রান্তিকর তথ্যপ্রবাহের প্রতি ইঙ্গিত দেয়।

এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আশাবাদী মত দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার সকালে বিউপি অডিটোরিয়ামে ‘রোহিঙ্গা প্রত্যাবাসন’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতা বর্তমান পরিস্থিতিতে প্রত্যাবাসনের একটি সুযোগ হতে পারে। তবে প্রত্যাবাসনের জন্য তাদের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ মিয়ানমার (Myanmar)-এর স্বার্বভৌমত্বকে শ্রদ্ধা করে। দেশটিকে অস্থিতিশীল করার কোনো অভিপ্রায় আমাদের নেই।”

সাম্প্রতিক সময়ে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়তে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। কক্সবাজারে শনিবার (৩ মে) পর্যন্ত নতুন করে ৫ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। ফলে চলতি প্রক্রিয়ায় নতুন করে রেজিস্ট্রারভুক্ত রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজারে।

প্রত্যাবাসন নিয়ে চলমান আলোচনা, মিয়ানমারের সংকট এবং আঞ্চলিক পরাশক্তিদের ভূরাজনৈতিক প্রতিক্রিয়ার মধ্যে মানবিক করিডোর বিষয়টি নিয়ে যে গুঞ্জন উঠেছে, সেটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেই ব্যাখ্যা দিলেন নিরাপত্তা উপদেষ্টা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *