গাজীপুরে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে হামলায় আহত হাসনাত

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি (National Citizen Party-NCP) নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ হামলার শিকার হন তিনি। গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান জানান, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এক অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার পথে, যানজটে আটকে থাকা অবস্থায় হাসনাতের গাড়িতে চার-পাঁচটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা হামলা চালায়। এ ঘটনায় হাসনাত হাতেও আঘাত পান এবং তার গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলার পরপরই হাসনাত আব্দুল্লাহকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়া হয় এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের শনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

হাসনাত আব্দুল্লাহ এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) পদে রয়েছেন। হামলার খবর ছড়িয়ে পড়তেই এনসিপির বিভিন্ন শাখা থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। যারা আশপাশে আছেন, দয়া করে তাকে রক্ষা করুন।”

গাজীপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক আকাশ ঘোষ জানান, “হাসনাতের সফর সম্পর্কে আমাদের পূর্ব তথ্য ছিল না। হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের একটি ছাত্র টিম ঘটনাস্থলে পাঠানো হয়। বিস্তারিত পরে জানা যাবে।”

এদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “অভ্যুত্থান পরিচালনার নেতৃত্বে থাকা হাসনাতের উপর এ হামলা উদ্বেগজনক। এটি প্রমাণ করে, ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো দায়মুক্তির সুযোগ পাচ্ছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *