চট্টগ্রামের সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেত্রী ইসরাত জাহান কাকনকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন শিক্ষার্থীরা।
রোববার (৪ মে) দুপুরের দিকে কাকন কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে, আগের নানা বিতর্ক ও উত্তেজনার প্রেক্ষাপটে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে ঘিরে ফেলেন। ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে, তারা ইসরাত জাহান কাকনকে পুলিশের হাতে সোপর্দ করেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি জাহিদুল কবির) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ইসরাত জাহান কাকন বারবার ক্যাম্পাসে বিশৃঙ্খলার চেষ্টা করছিলেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
তিনি আরও জানান, কাকনের বিরুদ্ধে আগে থেকে কোনো মামলা রয়েছে কি না, সেটিও যাচাই-বাছাই করা হচ্ছে।