জোবাইদা রহমানের নিরাপত্তা ব্যবস্থা নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

দীর্ঘ প্রায় দেড় যুগ প্রবাস জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান (Zubaida Rahman)। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার সকালে শাশুড়ি খালেদা জিয়ার (Khaleda Zia) সঙ্গে একই ফ্লাইটে তিনি ঢাকায় পা রাখবেন। দেশে ফিরে তিনি রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসা ‘মাহবুব ভবনে’ উঠবেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন (Atiqur Rahman Rumon) জানান, মাহবুব ভবনে ছোট মেয়ের স্বাগত আয়োজনের জন্য বাসার ভিতর-বাহিরে জোর প্রস্তুতি চলছে। বাড়ির সাজসজ্জা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ নিশ্চিতকরণ, এমনকি জেনারেটরও সংযোজন করা হচ্ছে।

রুমন আরও বলেন, “জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির চারপাশে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়েছে। দেয়ালের ওপর বসানো হয়েছে সিসি ক্যামেরা। নিরাপত্তার দায়িত্বে থাকবেন পুলিশের পাশাপাশি বিএনপির চেয়ারপারসনের নিজস্ব সিকিউরিটি ফোর্স (CSF) সদস্যরাও। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা রয়েছে, যাতে নিরাপত্তার নামে প্রতিবেশীদের কোনো বিরক্তির কারণ না হয়।”

রুম্মন বলেন, ‘আমাদের চেয়ারপারসনের নির্দেশ-নিরাপত্তা থাকবে, কিন্তু যেন প্রতিবেশীদের কোনো অসুবিধা না হয়। সেই বিবেচনায় সবকিছু সাজানো হয়েছে।’

জোবাইদার চলাচলের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করা হয়েছে, নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের জন্যও আলাদা গাড়ি রাখা হয়েছে বলে জানান রুমন। উল্লেখযোগ্যভাবে, গত ৩০ মে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার (ABM Abdus Sattar) পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি পাঠিয়ে জোবাইদার নিরাপত্তা নিশ্চিত করতে গানম্যান, পুলিশ পাহারা, আর্চওয়ে স্থাপনসহ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছিলেন। এরই মধ্যে পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বাসা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

এদিকে, বর্তমানে মাহবুব ভবনে বসবাস করছেন জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানু, বড় বোন শাহীনা জামান ও তাঁদের পরিবার। সৈয়দা ইকবাল মান্দ বানু বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে ঢাকা ত্যাগ করেছিলেন জোবাইদা রহমান। ওই বছর দুর্নীতি দমন কমিশন (দুদক) কাফরুল থানায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। মামলার প্রেক্ষিতে ঢাকার একটি আদালত জোবাইদাকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশে রাজনৈতিক পরিবর্তনের পর তার শাস্তি স্থগিত করা হয়, ফলে এবার নির্বিঘ্নে দেশে ফিরছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *