বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া (Khaleda Zia) এর আগমন উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত যানবাহন চলাচল সহজ করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (Dhaka Metropolitan Police)।
এক্সপ্রেসওয়ে ও সেনানিবাস রাস্তা ব্যবহারের নির্দেশনা
ডিএমপির গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল নির্ধারিত টোল পরিশোধ করে, সর্বোচ্চ ৪০ কি.মি./ঘণ্টা গতিসীমা বজায় রেখে এবং এক্সপ্রেসওয়ের বাম পাশের সেইফ লেন ব্যবহার করে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে। ওভার স্পিড কিংবা লেন পরিবর্তনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।
একইসঙ্গে ঢাকা সেনানিবাস (Dhaka Cantonment) কর্তৃপক্ষ জানিয়েছে, সেনানিবাসের রাস্তা (জিয়া কলোনী/জাহাঙ্গীর গেইট/সৈনিক ক্লাব/স্টাফ রোড) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শুধুমাত্র হালকা যানবাহনের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।
বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ
ডিএমপি জনসাধারণকে গুলশান-বনানী থেকে এয়ারপোর্ট রোড এড়িয়ে ফুটপাতে অবস্থানের অনুরোধ করেছে। এছাড়া বিকল্প সড়ক হিসেবে নিম্নোক্ত রুটগুলো ব্যবহারের পরামর্শ দিয়েছে:
- আব্দুল্লাপুর-কামারপাড়া-ধউর ব্রীজ-পঞ্চবটী-মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলী।
- হাউজ বিল্ডিং-জমজম টাওয়ার-১২নং সেক্টর-খালপাড়-মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন হয়ে মিরপুর ডিওএইচএস।
- উত্তরা সেন্টার স্টেশন হতে ১৮ নং সেক্টর-পঞ্চবটী-মিরপুর বেড়িবাঁধ।
- গুলশান-১, পুলিশ প্লাজা-আমতলী-মহাখালী হয়ে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন র্যাম্প হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ ও টাঙ্গাইলগামী যানবাহনসমূহ মিরপুর-গাবতলী রোড ব্যবহার করতে পারবে। বনানী, কাকলী র্যাম্পের পরিবর্তে মহাখালী বা এফডিসি র্যাম্প ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
ট্রেন এবং মেট্রোরেল ব্যবহারের পরামর্শ
জনসাধারণকে ঢাকা-জয়দেবপুরগামী ট্রেনসমূহ ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা হিসেবে সব আন্তঃনগর ট্রেন টঙ্গী, এয়ারপোর্ট ও তেজগাঁও স্টেশনে দুই মিনিটের জন্য যাত্রাবিরতি করবে। পাশাপাশি কমলাপুর-টঙ্গী রুটে একটি অতিরিক্ত শাটল ট্রেনও পরিচালিত হবে।
মিরপুর ও উত্তরার বাসিন্দাদের বিকল্প হিসেবে মেট্রোরেল ব্যবহারের জন্য উৎসাহিত করা হয়েছে।
বিশেষ অনুরোধ
হজযাত্রী ও বিদেশগামী যাত্রীদের এয়ারপোর্ট এলাকায় পৌঁছাতে বাড়তি সময় হাতে নিয়ে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও এসএসসি পরীক্ষার্থীদের যথাসময়ে বাসা ছাড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে আসা ব্যক্তিদের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যেমন: কোনোরূপ ব্যাগ, লাঠি বহন না করা, যানবাহন কিংবা মোটরসাইকেল নিয়ে গাড়িবহরে যুক্ত না হওয়া এবং জনসমাগম এড়াতে মোটরসাইকেল ব্যবহার না করা। তবে যদি রাস্তা ফাঁকা থাকে, তখন সাধারণ যানবাহনের সাথে মোটরসাইকেল চলাচল করতে পারবে।