ছাত্রদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী ৯ মে (শুক্রবার) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন সংগঠনের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ।
আলী আহসান জুনায়েদ জানান, এই অনুষ্ঠানে জুলাই মাসের গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন। তাঁদের সম্মানেই আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। ঢাকার বিভিন্ন পর্যায়ের সংগঠক এবং জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরাও এই আয়োজনে যোগ দেবেন।
জুনায়েদ আরও বলেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নই হবে আপ বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য। তবে আমরা শুধু স্বল্পমেয়াদী কোনো রাজনৈতিক অর্জনে আটকে থাকতে চাই না। দীর্ঘমেয়াদে আমাদের লক্ষ্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, নৈতিক ও যোগ্য নেতৃত্বের বিকাশ, সুবিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।”
তিনি যোগ করেন, “আমরা ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ভিত্তিতে সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের পরিবেশ গড়ে তুলতে চাই। একই সঙ্গে ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থেকে একটি মুক্ত ও ন্যায্য বাংলাদেশ গড়ার জন্য কাজ করব।”
প্রসঙ্গত, গত মার্চ মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেন আলী আহসান জুনায়েদ, যিনি জাতীয় নাগরিক কমিটি (National Citizens’ Committee) এর সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। এরপর, ১০ এপ্রিল তিনি ‘আপ বাংলাদেশ’ নামটি প্রকাশ করেন, যা এখন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে।