পাকিস্তানে ভারতের হামলার জেরে নিরাপত্তা শঙ্কা: মাঝপথ থেকে ফিরে গেলো বাংলাদেশগামী দুই প্লেন

পাকিস্তানশাসিত আজাদ কাশ্মিরের বিভিন্ন স্থাপনায় ভারতের আকস্মিক মিসাইল হামলার জেরে ছড়িয়ে পড়েছে আকাশপথে নিরাপত্তাজনিত উদ্বেগ। এর প্রভাব পড়েছে বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটগুলিতেও। বুধবার ভোরে মাঝপথ থেকেই ফিরে যেতে বাধ্য হয়েছে দুটি ফ্লাইট—তুরস্কের ইস্তাম্বুল থেকে আসা তার্কিশ এয়ারলাইন্স (Turkish Airlines) TK-712 এবং কুয়েত সিটি থেকে ছেড়ে আসা কুয়েত এয়ারওয়েজ (Kuwait Airways) J9-9533।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ (Flightradar24) জানিয়েছে, তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, আর কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি দেড় ঘণ্টা আকাশে থাকার পর ফিরে যায় কুয়েতে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, যদিও কিছু ফ্লাইট পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে, বর্তমান পরিস্থিতিতে তারা বিকল্প রুটে নিরাপদে চলাচল করছে এবং ফ্লাইট চলাচলে বড় ধরনের কোনো ব্যাঘাত ঘটেনি।

এদিকে রয়টার্স (Reuters) জানিয়েছে, ভারত ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindhur) নামে সামরিক অভিযান চালিয়ে পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মিরের নয়টি স্থাপনায় হামলা করেছে। উত্তপ্ত পরিস্থিতির কারণে পাকিস্তান তাদের আকাশসীমায় সতর্কতা জারি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার (Anandabazar) জানিয়েছে, উত্তেজনার জেরে উত্তর ভারতের একাধিক বিমানবন্দর—জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট—অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়া (Air India), স্পাইসজেট (SpiceJet) এবং ইন্ডিগো (IndiGo) তাদের বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। যাত্রীদের সতর্ক করে তাদের যাত্রার আগে ফ্লাইট তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করলেও, পাকিস্তান তা অস্বীকার করেছে। উত্তেজনার জের ধরেই মঙ্গলবার মধ্যরাতে ভারতের ‘অপারেশন সিঁদুর’ হামলা হয়। পাল্টা জবাবে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করার দাবি করেছে বলে জানিয়েছে জিও নিউজ (Geo News)।

ভারত সরকারও নাগরিকদের উত্তর ভারতগামী ভ্রমণে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হওয়ার শঙ্কা প্রবল হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *