জুলাই স্মৃতি ফাউন্ডেশন (July Smriti Foundation) এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে লেফটেন্যান্ট কর্নেল (অব.) আকবর কামাল (Lt. Col. (Retd.) Akbar Kamal) নিয়োগ পেয়েছেন। তিনি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ (Mir Mahbubur Rahman Snigdha) এর স্থলাভিষিক্ত হলেন।
আজ (৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা (Jamuna) তে ফাউন্ডেশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক অধ্যাপক মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) এর সভাপতিত্বে চতুর্থ বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
শহীদ পরিবারের আপত্তি
তবে সভার শেষ পর্যায়ে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইয়ামিনের বাবা মো. মহিউদ্দিন (Md. Mohiuddin) নতুন সিইও নিয়োগের বিরোধিতা করেন। তিনি বলেন, “নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগ আমরা মানি না। প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে শহীদ পরিবারের সদস্যদের মধ্য থেকেই যোগ্য কাউকে নিয়োগ দিতে হবে।”
মো. মহিউদ্দিন আরও জানান, বোর্ড সভায় আকবর কামালের নাম ঘোষণা করা হলে তিনি আপত্তি জানান। এসময় ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ তার প্রতি তিরস্কারসূচক আচরণ করেন।
ঘটনার এই মোড়ে ফাউন্ডেশনের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আরও প্রতিক্রিয়া আসার সম্ভাবনা রয়েছে।