জাতীয় নাগরিক পার্টি (National Citizens’ Party – NCP)–এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)-এর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।
হাসনাত তার পোস্টে লেখেন, “গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে সুস্পষ্ট রোডম্যাপ না দেওয়া পর্যন্ত আজ রাত ১০টা থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে।”
তিনি আরও বলেন, “যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সঙ্গে আমরা নাই।”
আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে হাসনাত ফেসবুকে আগেই আরেকটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “খুনিকে দেশ থেকে নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ ধরলেও আদালত জামিন দেয়। শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে পাসপোর্ট করে বাসায় পৌঁছে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি।”
এরপর তিনি প্রশ্ন তোলেন: “আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন? এখন পর্যন্ত কী বিচার আর সংস্কার করেছেন?”
আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর দেশ ছেড়ে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ (Abdul Hamid)। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গত রাত ১১টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে দেশত্যাগের অনুমতি দেওয়া হয়। সূত্র আরও জানায়, ফ্লাইটে সাবেক এই রাষ্ট্রপতির সঙ্গে তার কোনো ঘনিষ্ঠ সহচর ছিলেন না।
দেশজুড়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। একটি গণতান্ত্রিক উত্তরণকালীন প্রশাসনের অধীনে বিভিন্ন দল নিজেদের অবস্থান সুসংহত করতে মাঠে নামছে। এর মধ্যে হাসনাতের অবস্থান কর্মসূচি নতুন এক রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে, বিশেষ করে যারা বর্তমান ইন্টেরিম সরকারের পদক্ষেপ নিয়ে সন্দিহান।