আওয়ামী লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়ায় শাহবাগের গণজমায়েত থেকে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (Hasnat Abdullah)। শনিবার রাত পৌনে নয়টার দিকে এ ঘোষণা দিয়ে তিনি জানান, আন্দোলনকারীরা এখন শাহবাগ ছেড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজসিক মোড়ে অবস্থান নেবেন।

এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যদি নির্ধারিত সময়ের মধ্যে কোনো সুস্পষ্ট রোডম্যাপ না আসে, তাহলে ‘মার্চ টু যমুনা’ ঘোষণা করা হবে। সেই সময় তিনি দৃপ্ত কণ্ঠে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এখনো কোনো রোডম্যাপ পাইনি। যদি আর এক ঘণ্টার মধ্যেও না আসে, তবে বাংলামোটরের রাস্তা দখল করে রাজসিক মোড়ে অবস্থান নেব।”

হাসনাতের ঘোষণার সঙ্গে সঙ্গেই শাহবাগে জড়ো হওয়া জনতা মিছিল করে ইন্টারকন্টিনেন্টালের দিকে এগিয়ে যেতে শুরু করে। রাস্তার দুই পাশ ভরে ওঠে স্লোগানে—”আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে”, “লীগ ধরো, জেলে ভরো”, “আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে”, “এক দফা এক দাবি, লীগ আর নয়”, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, ও “গদি ছাড়”।

শাহবাগ মোড় থেকে শুরু হওয়া মিছিলে মুহুর্মুহু মাইকিং ও স্লোগান চলতে থাকে। পুরো এলাকা তখন আন্দোলনের উত্তাপে উত্তাল হয়ে ওঠে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দ্রুত তৎপর হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে। রাস্তায় ব্যারিকেড বসিয়ে দেয়া হয় যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়।

হাসনাত আবদুল্লাহ উপদেষ্টাদের উদ্দেশে বলেন, “আপনাদের প্রতি আমাদের এখনো আস্থা আছে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যদি কোনো গড়িমসি করেন, তাহলে আমরা আর বসে থাকব না। সময় এখনই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জাতির কাছে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করুন।”

এদিকে ‘মার্চ টু যমুনা’ ঘোষণা পরবর্তী মুহূর্তে আন্দোলনকারীরা সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হতে থাকে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলেও এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *