বিশ্ব মা দিবসে খালেদা জিয়াকে নিয়ে তারেক রহমানের আবেগঘন বার্তা

বিশ্ব মা দিবসে নিজের মা বেগম খালেদা জিয়া এবং বিশ্বের সব মায়েদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি মায়ের প্রতি অকৃত্রিম ভালবাসার প্রকাশ ঘটান এবং মায়ের ভূমিকার মহিমা তুলে ধরেন।

তারেক রহমান লেখেন, “পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান। মহীয়সী মায়ের শিক্ষাতেই শিশুর ভবিষ্যৎ নির্মিত হয়। মা সব সংগ্রামের মধ্যেও সন্তানকে আগলে রাখেন। সুমাতার সাহচর্যে সন্তানের প্রকৃত মানব-সত্ত্বার জাগরণ ঘটে।”

তিনি বলেন, “পৃথিবীর মধুরতম ডাক ‘মা’। ছোট্ট এই শব্দের মধ্যে লুকানো থাকে অশেষ স্নেহ, মমতা আর নিখাদ ভালবাসা।” বার্তায় তিনি নিজের মা বেগম খালেদা জিয়া এবং বিশ্বের সকল মায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারেক রহমান প্রত্যাশা ব্যক্ত করেন, সকল মা যেন তাদের সন্তানদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন।

বিশ্ব মা দিবসের তাৎপর্য প্রসঙ্গে তারেক রহমান বলেন, “মা দিবস সমাজ ও পরিবারে মায়ের গুরুত্ব ও অবদানের জন্য উদযাপিত একটি সম্মানসূচক আন্তর্জাতিক দিবস। যদিও প্রতিদিনই সন্তানের জন্য মায়ের ভালবাসা অপরিসীম, তবে বিশেষভাবে তা জানাতেই আজকের এই দিন।”

এছাড়া তিনি তার বার্তায় খালেদা জিয়ার জীবন সংগ্রামের কথা স্মরণ করে বলেন, “রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ ও অগ্রসর সমাজ বিনির্মাণে দেশনেত্রী খালেদা জিয়ার জীবন কেটেছে নিরবচ্ছিন্ন সংগ্রাম, ত্যাগ ও জনগণের প্রতি নিঃস্বার্থ ভালোবাসায়। বিএনপির শাসনামলে নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছিল, এবং ছাত্রীদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন দেশনেত্রী।”

তারেক রহমান আরও বলেন, “নারী শিক্ষার আলোকবর্তিকা ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী খালেদা জিয়াকে আজকের দিনে গভীর শ্রদ্ধা জানাই।” বার্তার শেষদিকে তিনি আশা প্রকাশ করেন, “জাতির ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে মায়েদের ভূমিকা যেন আরও শক্তিশালী হয়, সন্তানদের যেন সঠিক পথে পরিচালিত করতে পারেন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *