আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ সত্ত্বেও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন (Engineer Ishraque Hossain) এখনও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (Dhaka South City Corporation – DSCC) মেয়র হিসেবে শপথ নিতে পারেননি—এমন অভিযোগে বিক্ষোভে ফুঁসে উঠেছেন তার কর্মী-সমর্থকরা। বুধবার (১৪ মে) সকাল থেকে তারা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে দাবি তুলেছেন, “জনতার রায় বাস্তবায়ন করতেই হবে।”
বুধবার (১৪ মে) সকাল ৯টা থেকে নগর ভবনের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। বিক্ষোভকারীদের হাতে ছিল ব্যানার, প্ল্যাকার্ড; মুখে ছিল স্লোগান—“মশামুক্ত পরিচ্ছন্ন শহর চাই, বৈধ মেয়রের শপথ চাই।”
“আইনি বিজয়ের পরও শপথে বাধা কেন?”
বিক্ষোভকারীরা স্পষ্টভাবে বলেন, “নির্বাচনি ট্রাইব্যুনাল রায় দিয়েছে ইশরাক হোসেন বৈধভাবে বিজয়ী, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। তাহলে এখনো কেন তাকে মেয়র পদে শপথ করানো হচ্ছে না? আমরা এর জবাব চাই।”
তাদের দাবি, দীর্ঘদিন ধরে ঢাকা দক্ষিণ সিটি দুর্নীতিগ্রস্ত ও অকার্যকর হয়ে পড়েছে। জনজীবনে মশার যন্ত্রণা, নোংরা পরিবেশ, দুর্নীতি ও সেবার অভাব প্রতিনিয়ত ভোগাচ্ছে নগরবাসীকে। এ থেকে মুক্তি পেতে হলে “জনতার রায়ে নির্বাচিত মেয়র ইশরাক হোসেন”–কেই শপথ করানো উচিত।
“তাপসকে অবৈধভাবে বসানো হয়েছিল”—বিক্ষোভকারীদের অভিযোগ
৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, “ইশরাক বিপুল ভোটে জয় পেয়েছিলেন, কিন্তু সরকার তখন তাপসকে জোর করে বসিয়ে দেয়। আদালতে সেই সত্য প্রতিষ্ঠিত হয়েছে। এখন আবার গড়িমসি করা হচ্ছে—এটা অত্যন্ত সন্দেহজনক।”
তিনি আরও বলেন, “আমরা কোনো অবৈধ কিছু চাই না। চাই শুধু বৈধ মেয়রকে দায়িত্ব গ্রহণ করতে দেওয়া হোক। আজকের মধ্যেই শপথ করানোর ঘোষণা না এলে আমরা এখানেই থাকবো, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেবো।”
অচলাবস্থার ইঙ্গিত
বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই জানিয়েছেন, তারা নগর ভবনে রাতযাপনেও প্রস্তুত। “যতদিন না ইশরাক শপথ নিচ্ছেন, ততদিন আমরা এখানেই থাকবো,”—বলছেন বিক্ষোভকারীরা।
প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আদালতের রায়ের পরে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ হলে শপথ গ্রহণে বাধা দেওয়া আইনত প্রশ্নবিদ্ধ।