বগুড়ায় উদীচী শিল্পগোষ্ঠীর আয়োজনে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) বিকেলে শহরের শহীদ খোকন পার্কে এই কর্মসূচি চলাকালে ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’-এর ব্যানারে আসা একদল যুবক হামলা চালায় বলে দাবি করেছে উদীচী। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা শাখার সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।
উদীচীর নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংগঠনটির বগুড়া শাখা বিকেল সাড়ে ৫টায় শহীদ খোকন পার্কে জাতীয় সংগীত পরিবেশনের কর্মসূচি হাতে নেয়। এ সময় হঠাৎ ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’-এর ব্যানার নিয়ে একদল যুবক সেখানে এসে হামলা, ভাঙচুর ও মারধর শুরু করে। এই হামলায় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাওন পাল, সাব্বির আহমেদ রাজ, সাদ্দাম হোসেন এবং বর্তমান সভাপতি জয় ভৌমিক ও সাংগঠনিক সম্পাদক জগলুল আফরিক প্রান্তসহ অন্তত ১০ জন আহত হন বলে জানান সংগঠনের নেতারা।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় উদীচীর কর্মসূচি স্থগিত করা হয় এবং নেতাকর্মীরা আশ্রয় নেন সাতমাথা এলাকার উদীচী কার্যালয় (Udichi Shilpogosthi)-এ। তবে সেখানে গিয়েও তারা দ্বিতীয় দফায় হামলার শিকার হন বলে অভিযোগ। সেসময় সংঘর্ষে কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর করা হয় এবং মারধরের ঘটনা ঘটে।
বগুড়া উদীচীর সাধারণ সম্পাদক শহিদুর রহমান বিপ্লব বলেন, “দু’দফা হামলায় আমাদের অনেক কর্মী আহত হয়েছেন। হামলাকারীরা মাইক, টেবিল ও ব্যানার ভেঙে ফেলে।” তাঁর ভাষায়, এটি ছিল একটি পূর্বপরিকল্পিত সন্ত্রাসী তাণ্ডব।
অন্যদিকে, হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’-এর সংগঠক রাব্বি হায়দার। তিনি বলেন, “উদীচী সাতমাথায় কর্মসূচি করতে চেয়েছিল, যেখানে আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। তাই আমরা তাদের শুধু অনুরোধ করেছি, কোনো হামলা হয়নি।”
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মঈনউদ্দিন বলেন, “সাতমাথায় দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।”