মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ নিয়ে আশাব্যঞ্জক খবর জানালেন ড. আসিফ নজরুল (Asif Nazrul)। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাশুসন ইসমাইল (Saifuddin Nasution Ismail) ও মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কেও (Steven Sim Chee Keong)-এর সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশিদের জন্য শ্রমবাজারের দরজা উন্মুক্ত হওয়ার ইঙ্গিত দিলেন তিনি।
বৃহস্পতিবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকের পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দিয়ে জানান, মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে।
এই বৈঠকের একটি তাৎপর্যপূর্ণ অর্জন হলো—মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ না পাওয়া প্রায় ১৭ হাজার কর্মীর মধ্যে প্রথম দফায় ৭,৯২৬ জনের তালিকা চূড়ান্ত করেছে মালয়েশীয় সরকার। খুব দ্রুত তারা কাজের সুযোগ পাবেন বলে জানান আসিফ নজরুল।
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, “আমরা জানতে পেরেছি, আগামী কয়েক মাসে মালয়েশিয়া ১ থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নেবে। মানবসম্পদমন্ত্রী আমাকে স্পষ্টভাবে বলেছেন—এই শ্রমিক নিয়োগে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে।”
এ সময় বাংলাদেশি সব রিক্রুটিং এজেন্সিকে সমানভাবে লোক পাঠানোর সুযোগ দেওয়ার আহ্বান জানান ড. আসিফ। তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে বলেছি—একচেটিয়াভাবে নয়, সব রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দিতে হবে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন, অচিরেই জানাবেন বলেও আশ্বস্ত করেছেন।”
শ্রমিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা না পাওয়া এবং মালয়েশিয়ায় অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের বৈধকরণ প্রসঙ্গেও আলোচনা হয়েছে। আসিফ নজরুল জানান, মাল্টিপল এন্ট্রি ভিসার বিষয়টি নিয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রীরা।
মালয়েশিয়ায় কর্মসংস্থানের ক্ষেত্রে এই বৈঠক এবং আলোচনাগুলোকে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সরকারি পর্যায়ে এমন উচ্চপর্যায়ের আলোচনার ফলে শ্রমবাজারে নতুন দ্বার খুলে যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।