“কুমিল্লার বিভিন্ন উপজেলায় আজ বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলছে”—শুক্রবার এক সমাবেশে এমন বিস্ফোরক মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ (Hasnat Abdullah)। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা গেলেও দলটির অর্থনৈতিক নিয়ন্ত্রণ এখনও ধরাছোঁয়ার বাইরে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহীদ, আহত ও বীর সন্তানদের সম্মানে আয়োজিত জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (National Citizens’ Party – NCP) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি অভিযোগ করেন, “কুমিল্লার বহু উপজেলায় বিএনপিসহ সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের অর্থায়নে চলছে। এই কথা বলায় কেউ যেন আমাদের শত্রু ভাবে না—এটা আপনাদের মঙ্গলের জন্য বলছি।”
আলোচনার এক পর্যায়ে হাসনাত আবদুল্লাহ আইন বিশেষজ্ঞ ড. আসিফ নজরুল (Asif Nazrul)-কে উদ্দেশ্য করে বলেন, “আপনি বারবার বলছেন—আপনাকে ভিলেন বানানো হচ্ছে। তাহলে সামনে এসে বলুন, কারা আপনাকে বাধা দিচ্ছে? জামিন পেয়ে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা শহীদদের বাড়ির সামনে ঘুরে বেড়াচ্ছে, এটা যেমন সরকারের ব্যর্থতা, তেমনি আপনারও।”
তিনি প্রশ্ন তোলেন, “জানুয়ারিতে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের কথা ছিল। এখনো কেন তা হয়নি?”
হাসনাত আরও বলেন, “এই অন্তর্বর্তী সরকারের প্রথম সংস্কার হওয়া উচিত খুনিদের বিচার। কেউ যদি মনে করেন এর চেয়ে বড় সংস্কার আছে, তাহলে তিনি ভুল করছেন।”
তিনি জোর দিয়ে বলেন, “সংস্কার এবং নির্বাচন—এই দুইটিই চাই আমরা। সংস্কার হবে, তবেই নির্বাচন হবে।”
সমাবেশে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন এনসিপি নেতা। ১৪ দল নিয়ে সরকারের নীতি কী তা স্পষ্ট না করায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, “আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু বিচার, পুনর্বাসন, কর্মসংস্থান—কোনোটিরই অগ্রগতি দেখি না। আমরা রাস্তায় না নামা পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখি না।”
এদিন কুমিল্লার জেলা ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজন করা এই সমাবেশে অংশ নেন বিএনপি, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টিসহ একাধিক রাজনৈতিক দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর রহমান সাগর, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান ওয়াসিম, সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লার প্রধান সমন্বয়ক ড. শাহ মো. সেলিম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, জয়নাল আবেদীন শিশির, এবি পার্টি কুমিল্লা মহানগরের সভাপতি জিএম গোলাম সামদানী, কুমিল্লা জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাকিব হোসাইন, মহানগরীর আহ্বায়ক আবু রায়হান ও সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসান।
সমাবেশ সঞ্চালনা করেন কুমিল্লা মহানগরের মুখ্য সংগঠক আরাফ ভূঁইয়া।