জাতীয় রাজনীতির আলোচিত মুখ ও সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি সম্প্রতি একটি টকশোতে বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, “শাহবাগ একটি অভিশপ্ত জায়গা”, যা দেশের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় চেতনায় বিরূপ প্রভাব ফেলছে।
তিনি বলেন, “এই জায়গাটির ইতিহাসে ছিল বাইজিখানা, গান-বাজনা, নেশার আশ্রয়—এখন সেখানে চলছে নামাজ ও রাজনৈতিক কার্যক্রমের মিশ্রণ। এটা এক ধরনের আত্মবিরোধী পরিবেশ, যা জাতিকে বিভ্রান্ত করে।”
রনি দাবি করেন, ২০১৩ সালে গণজাগরণ মঞ্চের সঙ্গে জড়িত অনেকে আজ নানা অপবাদ ও কটাক্ষে ভূষিত—কেউ ‘তিন ইঞ্চি’, কেউ ‘চার ইঞ্চি’ উপাধি পেয়েছেন।
তিনি আরো বলেন, “শাহবাগে যেসব মানুষ সৎ উদ্দেশ্যে গিয়েছিল, তারাও একসময় চরিত্র হননের শিকার হয়েছে। এই জায়গার ইতিহাস ও জ্যোতির্বিজ্ঞানের হিসাব বলছে, এটি বারবার বড় পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে থাকে।”
এই বক্তব্যে রাজনৈতিক মহলে নতুন আলোচনার ঝড় উঠেছে। কেউ একে ইতিহাসের বাস্তবতা মনে করছেন, কেউ বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য বলেও উল্লেখ করছেন।