সকাল ৯টার মধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের ১৮টি অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Meteorological Department)। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক (Dr. Md. Omar Faruk) স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতির দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সম্ভাব্য ঝড়ের কবলে পড়তে পারে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
সকাল ৯টা পর্যন্ত এই পূর্বাভাস কার্যকর থাকবে। তবে দিনভর আবহাওয়ার অবস্থা ক্রমান্বয়ে বদলাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
৭২ ঘণ্টার মধ্যে ভারী বর্ষণের শঙ্কা
এদিকে, শুধু ঝড় নয়, দেশের কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও জানিয়েছে আবহাওয়া অফিস। তারা জানায়, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে ১৮ মে (রবিবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির মাত্রা ৮৮ মিলিমিটারের বেশি হয়ে অতি ভারী পর্যায়ে পৌঁছাতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বহু স্থানে বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, এসব এলাকায় বজ্রপাত ও দমকা হাওয়ার ঝুঁকি থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে নৌযান ও মাছ ধরায় নিয়োজিত ব্যক্তিদের জন্য পরিস্থিতি হতে পারে ঝুঁকিপূর্ণ।