ইশরাক হোসেন (Ishraque Hossain)-কে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর দাবিতে রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তানের নগর ভবনের সামনে টানা ছয়দিন ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার অনুসারীরা। আজ মঙ্গলবার (২০ মে) সকাল থেকেই অবস্থানকারীরা নগর ভবনের মূল ফটকে অস্থায়ী মঞ্চ তৈরি করে তা ঘিরে আয়োজন করেন গান-বাজনা ও জাদু প্রদর্শনীর।
অবস্থানের ষষ্ঠ দিনে এসে আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়েছে মঞ্চনাট্যের আবহে। নগর ভবনের মূল গেটে একটি পিকআপ ভ্যানকে অস্থায়ী মঞ্চে রূপ দিয়ে সেখানে পরিবেশিত হচ্ছে লোকগান, দেশাত্মবোধক গান এবং বিভিন্ন যাদু-কলা। পেছনে ভেসে আসছে স্লোগান—‘ইশরাকের শপথ চাই’, ‘গণরায়ের মর্যাদা চাই’।
দাবির কেন্দ্রে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্ভাব্য মেয়র হিসেবে আলোচিত ইশরাক হোসেন। অনুসারীদের দাবি, আদালতের রায় অনুযায়ী তাকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো হোক। একইসঙ্গে তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ (Asif Mahmud)-এর পদত্যাগও দাবি করছেন, যাকে তারা ‘রাজনৈতিক হস্তক্ষেপের মূল কেন্দ্র’ হিসেবে চিহ্নিত করছেন।
এই আন্দোলনের ফলে গুলিস্তান থেকে বঙ্গবাজার অভিমুখী প্রধান সড়কটিতে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় আশপাশের পল্টন, নাজিমউদ্দিন রোড ও দৈনিক বাংলা মোড় এলাকাতেও তীব্র যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী ও পথচারী নগরবাসী।
শুধু তাই নয়, নগর ভবনের প্রধান গেট বন্ধ করে দেওয়ায় সেখানে অবস্থানরত নাগরিক সেবা অফিসগুলো কার্যত অচল হয়ে পড়েছে। পরিচ্ছন্নতা, জন্মনিবন্ধন ও ট্রেড লাইসেন্সসহ নানা পরিষেবার জন্য আসা মানুষগুলোকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। সেবা নিতে আসা অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, “জনগণের কষ্টের কথা চিন্তা না করেই তারা এভাবে অবস্থান করছে।”
এদিকে এই অবস্থানের মাধ্যমে ইশরাক অনুসারীরা একটি বড় বার্তা দিতে চাচ্ছেন—রাজনীতিতে জনরায়ের গুরুত্ব এবং প্রশাসনিক সিদ্ধান্তে স্বচ্ছতা। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিশ্লেষকদের মতে, দীর্ঘায়িত হলে এই কর্মসূচি প্রশাসনিক অচলাবস্থার আশঙ্কা বাড়িয়ে তুলতে পারে।