জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে জানিয়েছেন, তারা কখনোই জাতীয় নির্বাচন পেছানোর শর্তে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা বলেননি। মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য দেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা কিন্তু কোথাও বলিনি যে জাতীয় নির্বাচন পিছিয়ে আগে স্থানীয় নির্বাচন করতে হবে। আমরা বলেছি, প্রয়োজনে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণকে আশ্বস্ত করতে পারেন। সেই তারিখ ঘোষণার পরে স্থানীয় সরকার নির্বাচন করলে আমাদের আপত্তি নেই।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর থেকে জাতীয় নির্বাচনকে পরিকল্পিতভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনা হয়েছে। অথচ কেউ কখনো জাতীয় নির্বাচনের বিরোধিতা করেনি। প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছেন—ডিসেম্বর থেকে জুন—আমরা সেটাকে সমর্থন করেছি।”
নাহিদ ইসলাম জানান, সেই সময়সীমার মধ্যেই নির্বাচন সম্ভব, তবে তার সঙ্গে বিচার ও রাজনৈতিক সংস্কারের বিষয়টিও গুরুত্বপূর্ণ। এনসিপির পক্ষ থেকে গণপরিষদ নির্বাচন একসঙ্গে করার প্রস্তাব আগেই দেওয়া হয়েছে। স্থানীয় সরকারের ভোট চাওয়া বা সেই দাবি নতুন কিছু নয়; আগেও তারা এই দাবিকে সামনে এনেছেন।
বর্তমান রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে নাহিদ ইসলাম বলেন, “আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের সামনে উপস্থিত হয়ে আমাদের অবস্থান পরিষ্কার করা এবং সেই অনুযায়ী কর্মসূচি ঘোষণা করা। আমরা কেবল দায়িত্ব পালন করছি।”
সংবাদ সম্মেলনে দলের অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন, যারা সরকারের ওপর আস্থা ফিরিয়ে আনতে রাজনৈতিক সংলাপ ও গণপরিষদ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।