‘হান্নান মাসউদ নব্য ডাকাত দলের সর্দার’ : তারেক রহমান

জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party)–এর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ–কে প্রকাশ্যে ‘ডাকাত দলের সর্দার’ বলে আখ্যায়িত করলেন তারেক রহমান (Tarek Rahman)।

বুধবার (২১ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। রাখাইন রাজ্যে মানবিক করিডোর খোলার প্রস্তাব এবং চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনায় বিদেশি হস্তক্ষেপের অভিযোগ এনে প্রতিবাদ জানাতে এই কর্মসূচির আয়োজন করে আমজনতা দল।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, “চট্টগ্রাম বন্দরের উপর বিদেশি দখলদারিত্ব কায়েম করার অপচেষ্টা চলছে। এই ষড়যন্ত্রের নেপথ্যে যারা আছে, তারা জাতীয় স্বার্থ বিকিয়ে দিতে এক পা-ও পিছপা নয়। হান্নান মাসউদ তার নেতাদের নিয়ে এই ডাকাতির পথ দেখাচ্ছেন। তিনি আর কেউ নন, একদম ডাকাত দলের সর্দার।”

তারেক রহমান আরও অভিযোগ করেন, দেশের গুরুত্বপূর্ণ বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দিতে যাঁরা উন্মুখ হয়ে আছেন, তারা একদিকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, অন্যদিকে দেশের সার্বভৌমত্ব বিপন্ন করছে। “রাখাইনের করিডোর প্রশ্নে যেভাবে জাতিকে অন্ধকারে রাখা হচ্ছে, তার পেছনেও এই চক্রের হাত রয়েছে,” বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “আমরা শুধু বিক্ষোভ জানাতে আসিনি, প্রতিরোধ গড়তে এসেছি। যারা বিদেশি স্বার্থে কাজ করছে, তারা সাবধান হোক। জনগণ জেগে উঠেছে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন আমজনতা দলের অন্যান্য নেতা-কর্মী, যাঁরা একইভাবে বিদেশি হস্তক্ষেপ এবং বন্দর ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *