সাতক্ষীরায় চাঁদা তুলতে গিয়ে ধরা পড়লেন ‘ভুয়া’ ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক

সাতক্ষীরার শ্যামনগরে নাটকীয়ভাবে ধরা পড়েছেন তিন প্রতারক, যারা নিজেকে যথাক্রমে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা তুলছিলেন। বুধবার (২১ মে) বিকেলে উপজেলার নূরনগর বাজারের ‘সোনার বাংলা’ বেকারিতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সাহসিকতায় হাতেনাতে ধরা পড়া এই চক্রকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামের আমিরুল ইসলাম (৪২), যিনি নিজেকে ম্যাজিস্ট্রেট বলে পরিচয় দেন; গাজীপুরের বাসন থানার নগরঘাট গ্রামের জয় সরদার (৩০), যিনি পুলিশের ভুয়া পরিচয় দেন; এবং ঢাকার উত্তরার বাসিন্দা ফারুক হোসেন (৪৫), যিনি সাংবাদিক পরিচয়ে প্রতারণায় যুক্ত ছিলেন।

স্থানীয়রা জানান, ওই দিন বিকেলে ‘সোনার বাংলা’ বেকারিতে প্রবেশ করে তিনজনের দলটি দোকান মালিককে নানা ভয়ভীতি দেখাতে থাকে। প্রথমে তারা ৩ হাজার টাকা আদায় করে এবং এরপর আরও টাকা চাইলে দোকানদারের সন্দেহ হয়। স্থানীয় কয়েকজন লোক তৎপর হয়ে ঘটনাস্থলে এসে তাদের ধরে ফেলে এবং শ্যামনগর থানায় খবর দেয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্যা (Humayun Kabir Mollah) বিষয়টি নিশ্চিত করে বলেন, “তারা প্রথমে ৩ হাজার টাকা আদায় করে। এরপর অতিরিক্ত অর্থ দাবি করলে স্থানীয়দের সন্দেহ হয় এবং তাৎক্ষণিকভাবে তারা তিনজনকে আটক করে থানায় সোপর্দ করেন।”

তিনি আরও জানান, এ চক্রটি এর আগেও শ্যামনগরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও বেশিরভাগই এই প্রতারকদের আটকে সহযোগিতা করা স্থানীয়দের প্রশংসা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *