বিএনপি (BNP) নেতা ইশরাক হোসেন (Ishraq Hossain) এর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণ ঠেকাতে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এই রায়ের ফলে তার শপথগ্রহণে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
আজ বৃহস্পতিবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ—বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী—এই আদেশ দেন। আদালতের রায়ের ফলে বিএনপির তরুণ রাজনীতিক ইশরাক হোসেনের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পথ আইনি দিক থেকে সম্পূর্ণভাবে উন্মুক্ত হলো।
ডিএসসিসির মেয়র নির্বাচনে বিজয়ের পর নানা জটিলতায় তার শপথ স্থগিত থাকায় বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়। এরই মধ্যে শপথে বাধা চেয়ে একটি রিট করা হয়েছিল, যার ফলে শপথ গ্রহণ প্রক্রিয়া আটকে যায়। তবে আজকের আদেশের মাধ্যমে সেই জট কেটে গেল।
এ নিয়ে ইশরাক হোসেনের আইনজীবীরা জানিয়েছেন, আদালতের এই রায় আইনের পক্ষে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বীকৃতিকে সমর্থন করে। তারা আরও বলেন, “এই আদেশে প্রতীয়মান হয় যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত মামলার কোনো জায়গা নেই।”
এদিকে বিএনপির পক্ষ থেকেও আদালতের রায়কে স্বাগত জানানো হয়েছে। দলটির নেতারা বলছেন, এই সিদ্ধান্ত শুধু ইশরাকের জন্য নয়, বরং ভবিষ্যতে যেকোনো রাজনৈতিক হয়রানির বিরুদ্ধে একটি দৃষ্টান্ত তৈরি করবে।
ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচনে ইশরাক হোসেনের অংশগ্রহণ ও তার জয়লাভ বিএনপির পক্ষ থেকে একটি বড় রাজনৈতিক বার্তা ছিল। তবে দীর্ঘদিন ধরে শপথ না নিতে পারায় তার রাজনৈতিক কার্যক্রমে বাধা সৃষ্টি হচ্ছিল।
হাইকোর্টের রায়ের ফলে এখন তার শপথগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পথ উন্মুক্ত হলো। সংশ্লিষ্ট মহল আশা করছে, খুব দ্রুতই শপথ গ্রহণের দিনক্ষণ নির্ধারিত হবে এবং তিনি দায়িত্ব গ্রহণ করতে পারবেন।