ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিয়ে পাঠানো হয়েছে একটি লিগ্যাল নোটিশ। জাতীয় নাগরিক পার্টির (NCP) ঢাকা মহানগর দক্ষিণ শাখার এক কর্মী, হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট (Supreme Court) এর আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।
বৃহস্পতিবার, ২২ মে তারিখে পাঠানো এই আইনি নোটিশে বলা হয়েছে, সরকার যদি আগামী ৭ দিনের মধ্যে যথাযথভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু না করে এবং নির্বাচন কমিশন তফসিল ঘোষণা না করে, তাহলে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নোটিশদাতা পক্ষের মতে, সংবিধান অনুযায়ী নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত। এই ধরণের বিলম্ব, জনগণের ভোটাধিকার খর্ব করার শামিল।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (DSCC) প্রসঙ্গে আলোচনায় আসে বিএনপি (BNP) নেতা ইশরাক হোসেনের নাম। তাকে মেয়র হিসেবে শপথ নিতে না দেওয়ার দাবিতে একটি রিট আবেদন করা হয় হাইকোর্টে। তবে এই রিট আবেদন খারিজ করে দেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
আদালত রায়ে জানান, রিট আবেদনকারী এমন ধরনের মামলা দায়েরের অধিকার রাখেন না, ফলে এটি খারিজ করা হলো। একইসঙ্গে আদালত বলেন, ‘নির্বাচন সংক্রান্ত বিষয়ে যেসব ফোরাম নির্ধারিত আছে, তা পাশ কাটিয়ে সরাসরি উচ্চ আদালতে আসা প্রক্রিয়াগতভাবে সঠিক নয়।’
এ পরিস্থিতিতে, নির্বাচন কমিশন ও সরকার নির্বাচন সংক্রান্ত বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে বাড়ছে জনমনে আগ্রহ। এরইমধ্যে জাতীয় নাগরিক পার্টির তরফে আইনি নোটিশ নতুন করে চাপ সৃষ্টি করেছে প্রশাসনের ওপর।