চলমান রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে দেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস (Dr. Mohammad Yunus) আগামীকাল শনিবার সন্ধ্যায় আলাদা আলাদাভাবে দেখা করবেন বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে। শুক্রবার (২৩ মে) দল দুটির একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রের বরাতে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টায় প্রথমে জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস। এরপর রাত ৮টায় বৈঠক হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি (Bangladesh Nationalist Party – BNP)-র সঙ্গে। এর আগেই আজ শুক্রবার উপদেষ্টা পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে, যা থেকে সরকারের পরবর্তী অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা মিলতে পারে।
সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, বিভিন্ন মহলের চাপ ও পরামর্শের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস আপাতত দায়িত্বে থাকতেই আগ্রহী হয়েছেন। তবে বর্তমান সংকট মোকাবেলায় তিনি নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তার মধ্যে অন্যতম হতে পারে উপদেষ্টা পরিষদে পুনর্বিন্যাস বা সদস্য ছাঁটাইয়ের সিদ্ধান্ত।
গত চারদিন ধরেই বিএনপি’র পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চলছিল, কিন্তু কোনো সাড়া মিলছিল না। একইভাবে জামায়াতও দীর্ঘদিন ধরে সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়ে এলেও, বিষয়টি স্থবির অবস্থায় ছিল। অবশেষে প্রধান উপদেষ্টার এই বৈঠকসূচি উভয় দলের পক্ষেই গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
সামগ্রিক রাজনৈতিক দৃশ্যপট বিবেচনায় এই বৈঠকগুলিকে ভবিষ্যতের পথনির্দেশক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এতে একটি গঠনমূলক সমাধানের সম্ভাবনা উঁকি দিতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে।