প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: নির্বাচন কখন হবে, স্পষ্ট করার দাবি জামায়াতের

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে পরিষ্কার অবস্থান জানতে চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর (Bangladesh Jamaat-e-Islami) শীর্ষ নেতৃত্ব। শনিবার (২৪ মে) রাত ৯টার পর যমুনায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির আমির ডা. শফিকুর রহমান জানান, নির্বাচন কবে হবে—এই প্রশ্নে নির্ভুল ও স্পষ্ট সময়সূচি চায় দলটি।

এর আগে রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)-এর সঙ্গে সাক্ষাতে অংশ নেয় জামায়াতের প্রতিনিধি দল। বৈঠকে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বৈঠক শেষে যমুনার সামনে সাংবাদিকদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা দুটি বিষয় স্পষ্টভাবে তুলে ধরেছি। প্রথমত, নির্বাচন কখন হবে তা নির্দিষ্ট করে জানানোর প্রয়োজন আছে। প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছেন, তার মধ্যেই যেন কোনো ভোগান্তি ছাড়াই একটি ‘কমফোর্টেবল’ সময়ে নির্বাচন আয়োজন সম্ভব হয়—এই প্রত্যাশা জানিয়েছি।”

দ্বিতীয় দাবি হিসেবে তিনি বলেন, “নির্বাচনের আগে সংস্কার ও বিচার সংক্রান্ত কিছু দৃশ্যমান প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। এতে করে নির্বাচনের প্রতি জনগণের আস্থা গড়ে উঠবে।”

জামায়াতের এই অবস্থান এমন সময় প্রকাশ্যে এলো, যখন দেশের রাজনৈতিক অঙ্গন নির্বাচন, সংস্কার ও বিচার ব্যবস্থা নিয়ে টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এর আগে একই রাতে বিএনপিও ড. ইউনূসের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেয় এবং তিনটি বড় ইস্যু—সংস্কার, বিচার ও নির্বাচন—নিয়ে আলোচনা করে।

বিশ্লেষকরা বলছেন, জামায়াতের স্পষ্ট দুই দফা দাবি আসন্ন রাজনৈতিক সমঝোতা প্রক্রিয়ায় একটি চাপ সৃষ্টির ইঙ্গিত দেয়। বিশেষ করে, সময়মতো নির্বাচন ও তার আগে গ্রহণযোগ্য সংস্কার প্রক্রিয়া শুরু না হলে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অসন্তোষ বাড়তে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *