রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ঘিরে বিভ্রান্তিকর ধারণা তৈরি করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ (Asif Mahmud)। শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, ‘অভিযোগ ও গুঞ্জনের পরিপ্রেক্ষিতে আমি নিজেই দুর্নীতি দমন কমিশন (Anti-Corruption Commission – ACC) কে বিষয়টি অনুসন্ধানের অনুরোধ জানিয়েছি। আমার সাবেক এপিএস–সংক্রান্ত তদন্তে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দিয়েছি।’
তিনি জোর দিয়ে বলেন, ‘যে কেউ যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, সে যে–ই হোক না কেন, রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা হলো জুলাই গণ-অভ্যুত্থান–পরবর্তী নতুন বাংলাদেশের অঙ্গীকার।’
আসিফ মাহমুদ আরও বলেন, ‘আমাদের সংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও পেশাদারিত্বই প্রমাণ করে, আমরা একটি নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।’
নিজেকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা সম্পর্কে তিনি বলেন, ‘শুরু থেকেই আমাকে ঘিরে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে। কিন্তু আমার কাছে সত্য আর নৈতিক সাহসই মুখ্য। সেই কারণেই আমি নিজেই অনুসন্ধানের অনুরোধ করেছি।’
ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ আশা প্রকাশ করেন, দুর্নীতি দমন কমিশন নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত পরিচালনা করবে এবং সত্য উদঘাটন করবে। তিনি বলেন, ‘আমরা এমন একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যেখানে সততা, দায়বদ্ধতা ও সুশাসন থাকবে। যা ভবিষ্যৎ বাংলাদেশে অনুকরণীয় হয়ে থাকবে।’