অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থাহীনতা বাড়ছে, দাবি যুবদল সভাপতির

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল (Bangladesh Jatiotabadi Jubo Dal)–এর সভাপতি আব্দুল মোনায়েম মুন্না (Abdul Monayem Munna) বলেছেন, বাংলাদেশের জনগণ এখন আর অন্তর্বর্তী সরকারকে চায় না। নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠার জন্য অবিলম্বে জাতীয় নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তরের পথ সুগম করার আহ্বান জানান তিনি।

শনিবার (২৪ মে) বিকেলে বগুড়া শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’-এ প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা তারুণ্যকে সঙ্গে নিয়ে, তাদের নেতৃত্বে, বাংলাদেশের রাজনীতিতে তারুণ্যের অগ্রাধিকার প্রতিষ্ঠা করব। রাজনীতির মাঠে আমরা থাকব, থাকব জনগণের পাশে।”

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-এর নাম উল্লেখ করে বলেন, তার নেতৃত্বে তারুণ্যনির্ভর যে চেতনার উন্মেষ হয়েছে, সেই দীপ্তি আমরা বাংলাদেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেব ইনশাআল্লাহ। “তারুণ্যের জয়গান সারাদেশে ছড়িয়ে পড়বে,” বলেন মুন্না।

উল্লেখ্য, এ সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি তার বক্তব্যে বলেন, “বৃষ্টির তোয়াক্কা না করে জনগণ রাজপথে থেকেছে, এটা প্রমাণ করে পরিবর্তনের জন্য তরুণ সমাজ কতটা উদগ্রীব।”

সমাবেশের সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও সাড়ে তিন ঘণ্টা ধরে একটানা মুষলধারে বৃষ্টিতে ভিজে মানুষেরা নেতাদের বক্তব্য শোনে, যা এ আয়োজনের রাজনৈতিক গুরুত্ব ও তরুণ প্রজন্মের আগ্রহকে স্পষ্টভাবে প্রকাশ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *