চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (Jagannath University) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান (Mehedi Hasan)-এর ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবকলীগ (Volunteer League)-এর নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার নারায়নপুর ইউনিয়নে মেহেদী হাসান নিজ এলাকায় অবস্থানকালে হামলার শিকার হন। মাত্র এক ঘণ্টার মধ্যেই, রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত শাহজাহান (Shahjahan)-কে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছিলেন এবং সংগঠনটি বর্তমানে নিষিদ্ধ।
হামলার পর মেহেদী হাসানকে স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একইসঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ঘটনার বিবরণ দিতে গিয়ে মেহেদী বলেন, “আমি এলাকার পাশ দিয়ে যাচ্ছিলাম। কিছু মাদক ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে গেলে তারা আমাকে ঘিরে ফেলে। হঠাৎ করে ধারালো অস্ত্র নিয়ে তারা আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। আমাকে কুপিয়ে আহত করে।”
ঘটনার পরপরই চাঁদপুর মতলব থানার (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহম্মেদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং একজনকে গ্রেপ্তার করেন। তিনি বলেন, “আমরা সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে অভিযানে নেমেছি। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “আমি চাঁদপুরের এসপি ও মতলব থানার ওসির সঙ্গে কথা বলেছি। ইতোমধ্যেই একজন গ্রেপ্তার হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।”
ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষাঙ্গনের প্রতিনিধিত্বকারী একজন ছাত্রনেতার ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা বিশ্ববিদ্যালয়জুড়েও উদ্বেগ সৃষ্টি করেছে।