বেগম খালেদা জিয়াকে ৩৫ মণের ‘কালো মানিক’ উপহার দিতে চান কৃষক সোহাগ

ছয় বছর ধরে সন্তানের মতো লালন-পালন করা এক বিশালাকৃতির ষাঁড়—নাম ‘কালো মানিক’। ওজন প্রায় ৩৫ মণ। চোখে পড়ার মতো কুচকুচে কালো রঙের এই ষাঁড়টিকে কেউ বিক্রি করতে পারেনি ১০ লাখ টাকার প্রস্তাবেও। কারণ, ষাঁড়টির জন্য রয়েছে এক বিশেষ পরিকল্পনা।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধা (Sohag Mridha) তার শখের ষাঁড় ‘কালো মানিক’ ঈদুল আজহায় উপহার দিতে চান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে (Begum Khaleda Zia)। ষাঁড়টি তিনি ঢাকায় নিয়ে যাবেন উপহারস্বরূপ, যদিও নিশ্চিত নন নেত্রী তা গ্রহণ করবেন কিনা।

ষাঁড়টি শুধু একটি গবাদি পশু নয়, এলাকাবাসীর চোখে এটি একটি ভালোবাসার প্রতীক। ষাঁড়টিকে দেখতে প্রতিদিন ভিড় জমছে দূরদূরান্ত থেকে। বিশালাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়টির উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, দৈর্ঘ্য ১০ ফুট, আর ওজন প্রায় ১ হাজার ৪০০ কেজি—অর্থাৎ প্রায় ৩৫ মণ।

২০১৮ সালের শেষদিকে মাত্র ১ লাখ ৩৭ হাজার টাকায় স্থানীয় বাজার থেকে একটি ফ্রিজিয়ান গাভি কেনেন সোহাগ। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই জন্ম নেয় একটি বাছুর। গাভিটি পরে বিক্রি করে দিলেও এই বাছুরটিকে ভুসি, খৈল, ঘাস, খড় দিয়ে পরম যত্নে ছয় বছর ধরে বড় করেন সোহাগ ও তাঁর পরিবার। ষাঁড়টির নাম দেন ‘কালো মানিক’।

সোহাগ বলেন, “বিএনপি আমার বিশ্বাসের জায়গা। আমি ভাইরাল হতে চাই না, বরং আবেগ থেকেই প্রিয় নেত্রীকে এই উপহার দিতে চাই। এতে আমার কোনো লাভ-লোকসান নেই।” ষাঁড়টি ঢাকায় পাঠানোর প্রস্তুতি প্রায় শেষ। ৬০ হাজার টাকায় দুটি মিনি ট্রাক ভাড়া করা হয়েছে। ব্যানার, ধানের শীষ প্রতীক, বাদকের দল, এমনকি ষাঁড় বহনের সঙ্গে যারা যাবেন, তাঁদের জন্য বিশেষ গেঞ্জিও বানানো হয়েছে।

রফিকুল ইসলাম (Rafiqul Islam), আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, জানান, সোহাগ একজন নিবেদিতপ্রাণ বিএনপি কর্মী। মা, স্ত্রী ও দুই শিশুসন্তান নিয়ে সোহাগের সংসার। তার দৃঢ় সংকল্প, ষাঁড়টি ঢাকায় নিয়ে খালেদা জিয়াকে উপহার দেবেন। প্রথমে অনেকেই বিষয়টিকে অবিশ্বাস করলেও এখন সবাই তাঁর সাহসিকতা ও আন্তরিকতা মেনে নিচ্ছে।

সোহাগের মা হাজেরা বেগম বলেন, ছোটবেলা থেকেই ছেলের বিএনপির প্রতি ভালোবাসা। সংসার চলে সামান্য জমিতে চাষ করে। “ছেলের ইচ্ছে বহুদিনের। কষ্ট করে হলেও সে কালো মানিককে নেত্রীকে উপহার দিতে চায়।”

ঘটনাটি অনেকের মনে করিয়ে দেয় ২০২৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) এক কৃষকের গরু উপহার দেওয়ার ঘটনা। সেই দৃশ্য দেখে অনুপ্রাণিত হয়েই সোহাগের মধ্যে জন্ম নেয় এমন একটি উদ্যোগের।

বছরের পর বছর পরিশ্রম ও ভালোবাসার প্রতিচ্ছবি কালো মানিক, এখন শুধু সময়ের অপেক্ষা—এই উপহার আদৌ খালেদা জিয়ার হাতে পৌঁছায় কিনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *